অঘটন ঘটে গিয়েছে এশিয়া কাপে। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার আগেই বিদায় ঘটে গিয়েছে টিম ইন্ডিয়ার। শক্তিশালী ভারতের এমন বিদায়ে হচকচিয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব। খাতায় কলমে এখনও ফাইনালে ওঠার সুযোগ থাকলেও তা অবশ্য ধর্তব্যের মধ্যে আনা হচ্ছে না।
রোহিতদের বিদায়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। 'বয়কট বলিউড'-এর ধাঁচে 'বয়কট ইন্ডিয়ান ক্রিকেট' হ্যাশট্যাগও বেরিয়েছে সামাজিক গণমাধ্যমে।
এমন অবস্থায় ভারতকে নিয়ে ট্রোল করলেন শ্রীলঙ্কার সাংবাদিকও। একের পর এক টুইটে রোহিতদের নিয়ে মজা ওড়ালেন লঙ্কান সাংবাদিক। ড্যানিয়েল আলেকজান্ডার নামের সেই সাংবাদিকের পরপর ভারত-বিরোধী সেই টুইট নতুন আলোচনার জন্য দিয়েছে।
শ্রীলঙ্কার শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ের পর আলেকজান্ডার বেশ কয়েকটি টুইট করেন, যা প্রবলভাবে ভারত-বিরোধী। তাঁর পরপর টুইট এরকম, "এয়ার ইন্ডিয়ার দুবাই থেকে মুম্বইয়ের ফ্লাইট সোল্ড আউট।", "আন্ডাররেটেড শ্রীলঙ্কা ওভাররেটেড ভারতকে ছিটকে দিল।", "শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুর্ধর্ষ দুটো রান চেজের মাধ্যমে ভারতকে বাড়ি পাঠিয়ে দিল।", "গোটা বিশ্ব শ্রীলঙ্কার জয় উদযাপন করছে, ভারত এবং আইসিসি অফিসের কর্তাব্যক্তিরা ছাড়া।"
ড্যানিয়েল সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিয়ে খিল্লি করার পরেই পাল্টা দিয়েছেন নেটিজেনরাও। সবমিলিয়ে মাঠের লড়াই সোশ্যাল মিডিয়াতেও।
জোড়া হারের পর রোহিত শর্মা অবশ্য টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষাকে অজুহাত হিসাবে খাড়া করছেন। "দুই স্পিনার এবং তিন সিমার কম্বিনেশন নিয়ে খেলিয়ে দেখে নিতে চাইছিলাম আমরা। আমরা এখনও উত্তরের অপেক্ষায় রয়েছি। আদর্শ কম্বিনেশন হল চার সিমার। তবে আমরা তিন সিমার নিয়ে খেললে কতটা কী করতে পারি, তা বিশ্বকাপের আগে দেখে নিতে চাইছিলাম। হার্দিক ফিরে আসার পর আমরা তিন সিমারে খেলছি। এই হার আমাদের অনেক কিছু শিখিয়ে গেল।"