গত সপ্তাহেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র ঘোষিত হয়েছে। গ্রুপ ডি'তে মুম্বই সিটি এফসির সঙ্গে রাখা হয়েছে আল হিলাল, ইরানের এফসি নাসাজি এবং উজবেকিস্তানের নাবভোরকে। তারপরেই উত্তেজনা তুঙ্গে।
মুম্বই সিটি এফসি সৌদি লিগের তারকাখচিত দল আল হিলালের মুখোমুখি হচ্ছে এমনটা নিশ্চিত হওয়ার পরই ভারতীয় ফুটবলে উন্মাদনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে চারবার ট্রফি জিতে সবথেকে সফল দল আল হিলাল। তবে এবার ক্লাবের ইতিহাসে সবথেকে হেভিওয়েট দল গড়েছে আল হিলাল। কয়েকদিন আগেই পিএসজি থেকে আল হিলাল রেকর্ড চুক্তিতে (৯৭.৮ মিলিয়ন) সই করিয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গেই আল হিলালের জার্সিতে ভারতে আসবেন কালিদু কুলিবালি, মিত্রভিচ, রুবেন নেভাস এবং ম্যালকম, বিশ্বকাপে সাড়া জাগানো মরোক্কান গোলকিপার ইয়াসিন বোনু।
ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার কোনও বিদেশি সুপারস্টার প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে ভারতে আসবেন।
আর নেইমারকে শান্ত রাখার দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া রাহুল ভেকের কাঁধে। মুম্বই সিটি এফসির ফুলব্যাক রাহুল ভেকে সম্ভাব্য সেই স্মরণীয় দ্বৈরথের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। "ড্রয়ের আগে থেকেই আমাদের ক্যাম্পে উত্তেজনা তুঙ্গে ছিল। দলের অনেকেই রোনাল্ডো ফ্যান। তাই বেশিরভাগ চেয়েছিল আল নাসেরের মোকাবিলা করতে। তবে আমরা যে কোনও সৌদি দলের মুখোমুখি হতে তৈরি।"
"আমি এখন থেকেই দারুণ উত্তেজিত। যদি আমি দলে থাকি, তাহলে নেইমারকে আটকানোর জন্য নিজেদের সর্বশক্তি উজাড় করে দেব। দলের জন্য এটাই করতে চাই।"
আল হিলালের মত দলের সঙ্গে ম্যাচ খেলায় ভারতীয় ফুটবল-ই উপকৃত হবে, এমনটাই মনে করছেন ভেকে। ইস্টবেঙ্গলের প্রাক্তনী রাহুল ভেকে জানাচ্ছেন, "এশিয়ান কাপ কতটা শক্ত পর্যায়ের টুর্নামেন্ট তার আঁচ পাওয়ার এরকম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই মুম্বইয়ের যে ফুটবলাররা জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে, তাঁদের কাছে এটা বড় অভিজ্ঞতা হতে চলেছে।"
সেপ্টেম্বরের ১৮ তারিখে মুম্বই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে ইরানের নাসাজি মাজানদারানের বিপক্ষে।
মাহিন্দ্রার হয়ে যুব কেরিয়ার শুরুর পর ভারতীয় ফুটবলে আসল নজরকাড়া শুরু ইস্টবেঙ্গলের জার্সিতে।লাল হলুদে কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার পর আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে মুম্বই সিটির সঙ্গেসঙ্গেই খেলে ফেলেছেন কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, পুণে সিটিতে।
নেইমারকে আটকে ভারতীয় ফুটবলকে গর্বিত করার সুযোগ দেবেন ভেকে, সেটাই এখন দেখার।