Asian Cricket Council: এশিয়ান ক্রিকেট কাউন্সিল 'সর্বসম্মতিক্রমে' জয় শাহকে টানা তৃতীয়বারের মত সভাপতি পদে নিয়োগ করল। বুধবার তাঁকে পুনরায় সভাপতি করা হয়েছে। এই ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 'জয় শাহের মেয়াদ দ্বিতীয়বারের মত বাড়ানোর জন্য শ্রীলঙ্কার ক্রিকেট (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা প্রস্তাব করেছিলেন। এসিসির সমস্ত সদস্য সর্বসম্মতিক্রমে এই মনোনয়নকে সমর্থন করেছেন।'
- জয় শাহের নেতৃত্বে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
- শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি।
- ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এসিসির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।
শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও (বিসিসিআই) সেক্রেটারি। তিনি ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো এসিসির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। ফের এসিসির সভাপতি হওয়ার পরে জয় শাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'আমার প্রতি লাগাতার আস্থা প্রকাশের জন্য আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বোর্ডের কাছে কৃতজ্ঞ। খেলাধূলার সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। বিশেষ করে ক্রিকেটের প্রসার যে অঞ্চলগুলোয় শৈশব অবস্থায় রয়েছে, সেখানে আরও জোর দিতে হবে। এসিসি এশিয়াজুড়ে ক্রিকেটকে লালন পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের দাবি, জয় শাহের নেতৃত্বে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই জয় শাহের নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০২২ (টি২০ ফরম্যাট) এবং ২০২৩ (ওডিআই ফরম্যাট)-এ দুটি এশিয়া কাপের আয়োজন করেছে। এছাড়াও ২০২৩/২৪-এ (৫০-ওভারের ফরম্যাট)-এ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেরও আয়োজন করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, 'শাহর জমানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলে সক্রিয়ভাবে ক্রিকেটকে প্রচার করেছে। আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, চিন, নেপাল, থাইল্যান্ড, হংকং, ইরান, মালয়েশিয়া, মায়ানমার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন, ওমানের মতো দেশগুলো ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছে। পাশাপাশি কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর এবং অন্যান্য এশীয় দেশগুলোও ক্রিকেট সম্পর্কে ক্রমশ আগ্রহ দেখাচ্ছে। ক্রিকেটের ল্যান্ডস্কেপ সম্প্রসারণের জন্য এসিসির প্রতিশ্রুতি শাহ তুলে ধরেছেন।'
আরও পড়ুন- কোহলির মাকে জড়িয়ে ভয়ানক গুজব, হুলুস্থূল হতেই মুখ খুললেন ভাই বিকাশ
ওমান ক্রিকেটের চেয়ারম্যান ও এসিসির ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ খিমজি এই প্রসঙ্গে বলেন, 'তিনি (জয় শাহ) সদস্য বোর্ডগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সক্ষম হয়েছেন। সঙ্গে, এসিসির আর্থিক এবং বাণিজ্যিক অবস্থানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন। আজ, এসিসির স্টেকহোল্ডাররা যে টুর্নামেন্টগুলো পরিচালনা করে, তাতে বিনিয়োগের মূল্য দেখতে পায়। আমি এই বড় পরিবর্তনের জন্য তাঁকে (জয় শাহ)-কে কৃতিত্ব দিই। কারণ, এই প্রচেষ্টা এই অঞ্চলে খেলার বিকাশকে আরও ত্বরান্বিত করবে।' শুধু ওমানই নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরফও জয় শাহের নিয়োগে অভিনন্দন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন।