এশিয়া কাপের ফাইনালের পর দুনিয়া জুড়ে বন্দিত হয়েছিলেন জয় শাহ এবং মহম্মদ সিরাজ। ফাইনাল ম্যাচ চলাকালীনই বড়সড় ঘোষণায় জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, অক্লান্ত পরিশ্রম করে মাঠকর্মীরা যা করেছেন, তাঁর জন্য তাঁদের এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
জয় শাহের পথে হেঁটেই মহম্মদ সিরাজ ম্যাচ শেষে বড় বার্তা দিয়েছিলেন। ইতিহাস গড়া স্পেলে শ্রীলঙ্কান ব্যাটিংকে নাস্তানাবুদ করে ম্যাচ সেরার পুরস্কার পান। আর পুরস্কার বাবদ প্রাপ্ত ৫ হাজার মার্কিন ডলার শ্রীলঙ্কান মাঠ কর্মীদের দিয়ে দেন তারকা ভারতীয় পেসার।
তবে সিরাজ এবং জয় শাহের পুরস্কার দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন অর্জুনা রণতুঙ্গা। বলে দিয়েছেন, "আমার একটা প্রশ্ন রয়েছে। শ্রীলঙ্কায় এর আগে বহুবার ভারতীয় দল ট্যুর করেছে। বহু ম্যাচ বৃষ্টিতে ধুয়েও গিয়েছে। অনেক ম্যাচ আবার মাঠকর্মীদের নিরলস প্রচেষ্টায় সফলভাবে আয়োজন করা গিয়েছে। তবে কখনও দেখিনি ওঁদের নগদ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। চুরি করা নয়। বরং কাউকে যদি পুরস্কার দেওয়া হয়, সেটা তো ভালোই। তারপরে ম্যান অফ দ্য ম্যাচ সেরার পুরস্কারও মাঠকর্মীদের দেওয়া হল।"
এখানেই না থেমে ভয়ানকভাবে রণতুঙ্গা আরও বলেছেন, "এত বছর ধরে গ্রাউন্ডসম্যানরা পরিশ্রম করে চলেছে। কিন্তু কখনও এরকম পেমেন্ট করা হয়নি শ্রীলঙ্কান ক্রিকেট প্রশাসকদের তরফে। এই ঘটনা মিডিয়ার অবশ্যই তদন্ত করা উচিত।"
টানা বৃষ্টি। বৃষ্টির কামাই নেই। এর মধ্যেই চরম পেশাদারিত্বের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে আয়োজিত হল এশিয়া কাপ। বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সফলভাবে টুর্নামেন্ট শেষ হল। আর এর জন্য মাঠকর্মীদের জন্য ভারত চ্যাম্পিয়ন হওয়ার আগেই বড়সড় ঘোষণা করে দিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ।
এসিসি সভাপতি জয় শাহ টুইটারে জানিয়ে দিলেন, ৫০ হাজার ডলার মাঠকর্মীদের পুরস্কার দেওয়া হবে। এক্স-এ জয় শাহের টুইট, “ক্রিকেটের অঘোষিত হিরোদের কুর্নিশ। কলম্বো এবং ক্যান্ডির মাঠকর্মীদের জন্য এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হচ্ছে।”
জয় শাহ আরও লিখেছেন, “অসম্ভব দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট একশনের জন্য দুরন্ত পিচ এবং সবুজ মাঠের রক্ষণাবেক্ষণ- মঞ্চ ওঁরাই গড়ে দিয়েছিল। ক্রিকেটের সাফল্যের জন্য ওঁরা যা করেছে, তাতে এই স্বীকৃতি ওঁদের প্রাপ্য। এঁদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই পুরস্কারের উদযাপন।”
এশিয়া কাপের ফাইনালের মঞ্চ। সেই মঞ্চে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। ২১ রানের বিনিময়ে হাফডজন উইকেট। ভারতকে চ্যাম্পিয়ন করা মহম্মদ সিরাজ ম্যাচের সেরা। আর ম্যাচ সেরার পুরস্কার পেয়েই বড়সড় ঘোষণা করে দিলেন মহম্মদ সিরাজ। বলে দিলেন, মাঠকর্মীদের উদ্দেশ্যে ম্যাচ সেরার পুরস্কার অর্থ দিচ্ছেন তিনি। ম্যাচের পরেই ইতিহাস গড়া নায়ক বলে দিলেন, “গ্রাউন্ডসম্যানদের উদ্দেশ্যে এই পুরস্কার অর্থ উৎসর্গ করছি। ওঁদের সাহায্য ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব ছিল না।”
ফাইনালের সেরা হওয়ার সুবাদে সিরাজ ৫ হাজার ডলার পুরস্কার পেয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় ৪ লক্ষ ১৫ হাজার টাকার কিছু বেশি। পুরো টাকাই তিনি দান করে দিচ্ছেন।