Asian Games 2018 Medal Tally, Points Table: রবিবারের ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো অষ্টাদশ এশিয়ান গেমস ২০১৮, যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক রবিবার জিতে নিলেন কুস্তিগীর বজরং পুনিয়া, জাপানের দাইচি তাকাতানিকে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে ১১-৮ হারিয়ে। এর আগে ভারতীয় কুস্তির অন্যতম তারকা সুশীল কুমারের তড়িঘড়ি বিদায় ভারতের শিবিরে শোকের ছায়া নামিয়ে আনে।
রবিবারের ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় অষ্টাদশ এশিয়ান গেমস ২০১৮, যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম স্বর্ণপদক রবিবার জিতে নেন সুন পেইউয়ান।
প্রথম দিনের শেষে মেডেল এবং পয়েন্ট তালিকা দাঁড়াল এইরকম:
স্থান দেশ সোনা রুপো ব্রোঞ্জ মোট
১ চিন ৭ ৫ ৪ ১৬
২ জাপান ৩ ৬ ৫ ১৪
৩ কোরিয়া ২ ৩ ৫ ১০
৪ কাজাখস্তান ১ ১ ১ ৩
৫ ইন্দোনেশিয়া ১ ১ ০ ২
৬ চাইনিজ তাইপেই ১ ০ ৩ ৪
৭ ভারত ১ ০ ১ ২
৭ থাইল্যান্ড ১ ০ ১ ২
৭ উজবেকিস্তান ১ ০ ১ ২
১০ মঙ্গোলিয়া ১ ০ ০ ১
১১ ইরান ০ ২ ১ ৩
১২ কোরিয়াগণপ্রজাতন্ত্র ০ ১ ০ ১
১৩ ফিলিপিন্স ০ ০ ২ ২
১৩ ভিয়েতনাম ০ ০ ২ ২
১৫ হংকং, চিন ০ ০ ১ ১
১৫ মালয়েশিয়া ০ ০ ১ ১
এর আগে রবিবার সকালে ব্রোঞ্জ পদক দিয়ে এশিয়ান গেমসে খাতা খোলে ভারত। অষ্টাদশ এশিয়াডে এটাই ভারতের প্রথম পদক প্রাপ্তি। সৌজন্যে অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমার।
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে এই পদক আসে ভারতের। দেশের জুটি ৪২৯.৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে। একে শেষ করে চিনা তাইপেই। তাদের প্রাপ্ত পয়েন্ট ৪৯৪.১, যা উপমহাদেশের মধ্যে রেকর্ড। দু’নম্বরে থাকা চায়না পায় ৪৯২.৫। অপূর্বী-রবিকে এই সাফল্যের জন্য টুইট করে শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: ইতিহাসের জন্ম: বিশ্ব সাইকেল চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদকজয়ী আন্দামানের এসো আলবেন
অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে দেশের অপর জুটি মনু ভাকের ও অভিষেক বর্মা ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারেনি। কোয়ালিফিকেশন রাউন্ডে ৭৫৯ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে শেষ করেছে তারা। যা কোয়ালিফাই করার জন্য যথেষ্ট নয়।
এই পারফরম্যান্সে খুশি অপূর্বী। কাল তিনি রবির সঙ্গে ১০ মিটার রাইফেলের মেইন ইভেন্টে নামবেন। অপূর্বী বলেন, "এখন পর্যন্ত আমার আর রবির সেরা পারফরম্যান্স ছিল বিশ্বকাপে। আমরা চারে শেষ করেছিলাম। এটাই আমার প্রথম এশিয়ান গেমসের পদক। ভাল লাগছে দেশেরও এটা প্রথম পদক। আমি খুশি। কিন্তু এখন আমার লক্ষ্য মেইন ইভেন্টে।" এদিকে এই পদক জয়ের কৃতিত্ব অপূর্বীকেই দিলের রবি। জানালেন, তাঁরা একসঙ্গে সেভাবে ট্রেনিং নেওয়ার সময় পাননি।