Asian Games 2018 Medal Tally:দশম দিনে ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, ছ'টি রুপো ও দু'টি ব্রোঞ্জ। এর সঙ্গেই এশিয়াডে পদকের হাফ সেঞ্চুরি হয়ে গেল ভারতের। এখন ভারতের সংগ্রহে মোট ন'টি সোনা, ১৯টি রুপো ও ২২টি ব্রোঞ্জ।
আরও পড়ুন: Asian Games 2018 Day 9 Medal Tally: ভারতের ঝুলিতে ৪১টি পদক
গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
7.05 pm: কুরাশে ৫২ কেজি বিভাগে ভারতের রুপো ও ব্রোঞ্জ।
#Kurash brings a SILVER & a BRONZE!
Our 19yr-old Kurash stars #PinckyBalhara & #MalaprabhaJadhav bring us joy by winning a silver & a bronze respectively in the women’s 52 kg event.
You have made us proud, girls!#SAI #IndiaAtAsianGame #TeamIndia #AsianGames2018 ???????????????? pic.twitter.com/rG3PEqP8br— SAIMedia (@Media_SAI) August 28, 2018
7.00 pm: ৮০০ মিটার দৌড়ে রুপো জিনসন জনসনের।
And it's a SILVER for Jinson!
Our #TOPSAthlete #JinsonJohnson won a terrific silver in men’s 800m race. It made it a glorious 1-2 for #India in the race. What a race you ran, Jinson!
So proud! Many congratulations!????????????????#IndiaAtAsianGames @afiindia #AsianGames2018 #KheloIndia pic.twitter.com/50ZXF95gwE— SAIMedia (@Media_SAI) August 28, 2018
6.30 pm: ৮০০ মিটার দৌড়ে মনজিত সিংয়ের সোনা।
GOLD for Manjit!
Pacing up in the last few seconds of the race,what an absolutely fantastic finish it was from #ManjitSingh as he won the GOLD in men’s 800m with a timing of 1:46:15. You were outstanding,Manjit!#SAI #IndiaAtAsianGames @afiindia #AsianGames2018 #KheloIndia???????????????? pic.twitter.com/TZ6oKQywJb— SAIMedia (@Media_SAI) August 28, 2018
5.00 pm: মহিলাদের লং জাম্পে নীনা ভারাকিলের রুপো।
Fetching a silver in women's long jump event,#TOPSAthlete & trainee of #SAI SAG #Thalassery,Neena Varakil's efforts were great to put her on the podium.????
Many congratulations to her!????#ProudIndia #IndiaAtAsianGames #Athletics @afiindia @iaaforg #AsianGames2018 #KheloIndia???????? pic.twitter.com/JyWWor35xl— SAIMedia (@Media_SAI) August 28, 2018
12.57 pm: ফের হৃদয়ভঙ্গ! তাই জুর কাছে হেরে গেলেন সিন্ধু। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
The Champion settles for a silver!!
Well played @Pvsindhu1
Proud of you.@BAI_Media @ddsportschannel @AkashvaniAIR pic.twitter.com/N2BPl8Zjjo— All India Radio Darbhanga (@airdarbhanga) August 28, 2018
12.40 pm: মহিলাদের পর পুরুষদের কমপাউন্ড তীরন্দাজিতেও রুপো এল ভারতের
Kudos to our Men’s Compound #Archery Team-@archer_abhishek(#TOPSAthlete & #SAI trainee,COE #Sonepat), #RajatChauhan(ex-trainee,COE #Sonepat & #TOPSAthlete)& #AmanSaini(SAI,COE #Sonepat) for winning a SILVER. It’s Abhishek & Rajat’s 2nd AG medal in this event.#AsianGames2018???????????? pic.twitter.com/QHi3Iki3Lj
— SAIMedia (@Media_SAI) August 28, 2018
11.30 am: মহিলাদের কমপাউন্ড তীরন্দাজিতে রুপো পেল ভারত
Congratulations to our Women’s Compound #Archery team of #JyothiSurekhaVennam-our #TOPSAthlete & #SAI trainee,COE #Sonepat,#MadhumitaKumari & #MuskanKirar for winning a silver medal. It’s India’s 2nd #AsianGames medal in this event.@india_archery #AsianGames2018 #KheloIndia???????????? pic.twitter.com/JNYGe2lnO1
— SAIMedia (@Media_SAI) August 28, 2018
7.00 am: টেবিল টেনিসে পদক নিশ্চিত ভারতের
Kudos to our Indian men’s #TableTennis team of @sathiyantt, @sharathkamal1,@HarmeetDesai (3 #TOPSAthlete) & @manavthakkar16 & #AnthonyAmalraj for reaching the SF.
With this,#India is guaranteed a 1st-ever TT medal at #AsianGames.#SAI #GoForGold @ttfitweet #AsianGames2018???????????? pic.twitter.com/VFcqe82lyT
— SAIMedia (@Media_SAI) August 28, 2018