Asian Games 2018 Medal Tally:দশম দিনে ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, ছ'টি রুপো ও দু'টি ব্রোঞ্জ। এর সঙ্গেই এশিয়াডে পদকের হাফ সেঞ্চুরি হয়ে গেল ভারতের। এখন ভারতের সংগ্রহে মোট ন'টি সোনা, ১৯টি রুপো ও ২২টি ব্রোঞ্জ।
আরও পড়ুন: Asian Games 2018 Day 9 Medal Tally: ভারতের ঝুলিতে ৪১টি পদক
গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
7.05 pm: কুরাশে ৫২ কেজি বিভাগে ভারতের রুপো ও ব্রোঞ্জ।
7.00 pm: ৮০০ মিটার দৌড়ে রুপো জিনসন জনসনের।
6.30 pm: ৮০০ মিটার দৌড়ে মনজিত সিংয়ের সোনা।
5.00 pm: মহিলাদের লং জাম্পে নীনা ভারাকিলের রুপো।
12.57 pm: ফের হৃদয়ভঙ্গ! তাই জুর কাছে হেরে গেলেন সিন্ধু। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
12.40 pm: মহিলাদের পর পুরুষদের কমপাউন্ড তীরন্দাজিতেও রুপো এল ভারতের
11.30 am: মহিলাদের কমপাউন্ড তীরন্দাজিতে রুপো পেল ভারত
7.00 am: টেবিল টেনিসে পদক নিশ্চিত ভারতের