Asian Games 2018 Day 12 Medal Tally: দ্বাদশ দিনের শেষে ভারতের ঝুলিতে ৫৯ টি পদক (১৩টি সোনা, ২১টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ)। এদিন জোড়া সোনা সহ অ্যাথলেটিক থেকে এসেছি পাঁচটি পদক।
আরও পড়ুন: এশিয়াডে ‘সোনা’র ইতিহাস লিখলেন বাংলার স্বপ্না বর্মণ
ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
8:00 pm: অল্পের জন্য দৌড়ে সোনা হাতছাড়া ভারতের।
7:20 pm: দলগত প্রয়াসে ৪০০ মিটার রিলেতে ভারতের সোনা।
7:15 pm: ডিসকাসে ব্রোঞ্জ সীমা পুনিয়ার।
7:00 pm: ১৫০০ মিটারে ব্রোঞ্জ চিত্রা উন্নিকৃষ্ণানের।
6:00 pm: ১৫০০ মিটারে সোনা জিতলেন জিনসন জনসন।
4:00 pm: ভারতের পুরুষ হকি দল সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি।
2:28 pm: স্বপ্নাকে সবরকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিল সাই।