Asian Games 2018 Medal Tally: এশিয়ান গেমসের ছয় নম্বর দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ২৫টি পদক( ছয়টি সোনা, পাঁচটি রুপো ও ১৪টি ব্রোঞ্জ)। এদিন রোয়িং ও টেনিসে সোনা এসেছে।
আরও পড়ুন: Asian Games 2018 India medals tally: ডবল ট্র্যাপে রুপো শার্দূল বিহানের, কাবাডি থেকে ছিটকে গেলেন পুরুষেরা
গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
6.45 pm: স্কোয়েশ পদক নিশ্চিত করলেন সৌরভ ঘোষাল (পুরুষ সিঙ্গল), দীপিকা পাল্লিকল ও জোৎস্না চিনাপ্পা (মহিলা সিঙ্গল)। শেষ চারে উঠলেন তাঁরা।
6.40 pm: টেনিসে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন প্রজনেশ গুনেশ্বরণ
2.30 pm: কবাডিতে ইরানের কাছে হেরে রুপো পেল ভারতের মেয়েরা। ২৭-২৪-এ জিতল ইরান
12.44 pm: এবার রোয়িংয়ে স্বর্ণ পদক এল টিম ইন্ডিয়ার। পুরুষদের কোয়াড্রাপল স্কাল টিমের জয়ের কারিগর সরন সিং, দত্তু ভোকানাল, ওম প্রকাশ ও সুখমিত।
12.20 pm: ১০ মিটার এয়ার পিস্তলে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন স্টার শুটার হীনা সিধু। ভারতের দ্বিতীয় পদক চলে এল। এশিয়াডে হীনার এটা তৃতীয় পদক।
12.06 pm: রোহন বোপান্না ও দ্বিবীজ শরণের হাত ধরে টেনিস ডাবলসে সোনা দিয়ে দিনের শুরু করল ভারত। কাজাখস্তানকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছে দেশের ডাবলস জুটি। ভারতের ঝুলিতে এখন পাঁচটি সোনা।
12.00 pm: রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট সিঙ্গল ও ডাবল স্কালে ব্রোঞ্জ এসেছে।