Advertisment

Asian Games 2018 day 8 Medals Tally: ভারতের ঝুলিতে মোট ৩৬টি পদক

Asian Games 2018 Day 8 Medal Tally: অষ্টম দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৬টি পদক (সাতটি সোনা, দশটি রুপো ও ১৯টি ব্রোঞ্জ)। 

author-image
IE Bangla Web Desk
New Update
Asian Games

Asian Games 2018 Live: চলছে এশিয়াডের দ্বাদশ দিনের খেলা।

Asian Games 2018 Medal Tally: অষ্টম দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৬টি পদক (সাতটি সোনা, দশটি রুপো ও ১৯টি ব্রোঞ্জ)। 

Advertisment

গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

3.20 pm: সাইনার পর সিন্ধুও ব্যাডমিন্টন সিঙ্গলের শেষ চারে উঠলেন। থাইল্যান্ডের নিটচাওন জিন্দাপোলকে হারালেন তিনি। এই প্রথম এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন সিন্ধু।

2.30 pm: বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ইস্তানন রাতচানককে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠে নজির গড়লেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।

2.20 pm: ইকোয়েস্ট্রিয়ানে জোড়া রুপো ভারতের

Asian Games
Advertisment