Asian Games 2018 Medal Tally: অষ্টম দিনের শেষে ভারতের ঝুলিতে ৩৬টি পদক (সাতটি সোনা, দশটি রুপো ও ১৯টি ব্রোঞ্জ)।
With a total of 4 medals won today, we bring to you #India’s #MedalTally. Have a look!
Many congratulations to all the medalists.????
???????? is celebrating the victory of every medalist from the #AsianGames2018! #SAI #IndiaAtAsianGames #KheloIndia pic.twitter.com/hx2nxEVxvU— SAIMedia (@Media_SAI) August 25, 2018
Our #Sports Minister @Ra_THOre applauds as our #TOPSAthlete #TajinderPalToor celebrates with Indian flag following his stunning victory in men’s shot put final with #AsianGames & National Record.????@afiindia #SAI #Athletics #IndiaAtAsianGames???????? #AsianGames2018 #KheloIndia pic.twitter.com/IQtA9BTTKk
— SAIMedia (@Media_SAI) August 25, 2018
গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
3.20 pm: সাইনার পর সিন্ধুও ব্যাডমিন্টন সিঙ্গলের শেষ চারে উঠলেন। থাইল্যান্ডের নিটচাওন জিন্দাপোলকে হারালেন তিনি। এই প্রথম এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন সিন্ধু।
Sindhu in semi-finals!
A gritty performance from our star shuttler & #TOPSAthlete @Pvsindhu1 as she bt #THA’s #NitchaonJindapol in 3 sets to reach her 1st #AsianGames SF in women’s singles.#GoForGold #Badminton #SAI @BAI_Media #IndiaAtAsianGames #AsianGames2018 #KheloIndia???????????? pic.twitter.com/V6M67qxbVD— SAIMedia (@Media_SAI) August 26, 2018
2.30 pm: বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ইস্তানন রাতচানককে হারিয়ে এশিয়াডের সেমিফাইনালে উঠে নজির গড়লেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।
.@NSaina in Semis!
Our #Badminton star and #TOPSAthlete put in a quality display to beat #RatchanokIntanon of #Thailand in straight sets and reach the women’s singles semi-final for the first time. #GoForGold #SAI @BAI_Media #IndiaAtAsianGames #AsianGames2018 #KheloIndia???? pic.twitter.com/hmLw5jxgiU
— SAIMedia (@Media_SAI) August 26, 2018
2.20 pm: ইকোয়েস্ট্রিয়ানে জোড়া রুপো ভারতের
And its two silvers in #Equestrian for #India!
Many congratulations to #FouaadMirza for winning????in Individual jumping & to Mirza, Rakesh, Ashish & Jitender for winning????in team jumping event! ????#SAI #IndiaAtAsianGames #TeamIndia #ProudIndia #AsianGames2018 #KheloIndia ???????????? pic.twitter.com/KfaQNEtOuw
— SAIMedia (@Media_SAI) August 26, 2018