Asian Games 2018 Live Streaming Day 5 Medals Tally: পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ১৮টি পদক (চারটি করে সোনা ও রুপো, ১৩টি ব্রোঞ্জ)। এদিন ভারতকে দুটি পদক এনে দিয়েছেন শুটার শার্দূল বিহান ও টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না।
১৫ বছর বয়সী শুটার শার্দূল বিহানের হাত ধরে রৌপ্য পদক এলো ভারতের ঝুলিতে, পুরুষদের ডবল ট্র্যাপ বিভাগে। এশিয়াড ২০১৮ তে পঞ্চম দিনের প্রথম মেডেল অবশ্য জিতলেন অঙ্কিতা রায়না, মহিলাদের টেনিসে চিনের ঝাং শুয়াই-এর কাছে ৪-৬, ৭-৬ হেরে। টেনিসে পুরুষদের ডবলস ফাইনালে উঠেছেন রোহণ বোপন্না এবং দিভিজ শরণ, কাজেই এই বিভাগে অন্তত রুপো আসছেই। নৌচালক দত্তু ভোকানল পুরুষদের সিঙ্গলস স্কাল ফাইনালে ষষ্ঠ স্থান অধিকার করেন। দুই ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল শেষ ষোলোয় পৌঁছেছেন। ওদিকে ভারতীয় মহিলারা চাইনিজ তাইপেই কে কাবাডি সেমি-ফাইনালে ২৭-১৪ হারিয়ে দিয়েছেন।
Catch Live score and updates of Day 5 of the Asian Games 2018 in English.
The laurels from shooting continue to pour in. The talented Shardul Vihan wins the Silver in the Double Trap event. At the age of 15, Shardul has achieved historic successes and I am sure he will continue to excel in the coming years. Congratulations to him! #AsianGames2018 pic.twitter.com/5oGwQJzYKh
— Narendra Modi (@narendramodi) August 23, 2018
7.50 pm: Asian Games 2018 India Tennis Live Updates শেষমেশ পারলেন না রোহণ-অঙ্কিতা। ইন্দোনেশিয়ান জুটির কাছে ৪-৬, ৬-১, ৬-১০ হেরে টেনিসের মিক্সড ডবলস কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তাঁরা।
7.10 pm: Asian Games 2018 India Tennis Live Updates টেনিসে মিক্সড ডবলস ফাইনালে আপাতত ইন্দোনেশিয়ার রুংতাক এবং সুজিতাদির মুখোমুখি ভারতীয় জুটি রোহণ বোপন্না ও অঙ্কিতা রায়না।
7.00 pm: Asian Games 2018 India Squash Live Updates মহিলাদের সিঙ্গলসে ৩-০ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা পাল্লিকল। আর একটি জয় পেলেই তিনি অন্তত একটি মেডেল নিশ্চিত করবেন দেশের জন্য।
6.15 pm: Asian Games 2018 India Squash Live Updates আজ পুরুষদের স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই ভারতীয় সৌরভ ঘোষাল এবং হরিন্দর পাল সিং সন্ধু। তার মানে স্কোয়াশে অন্তত একটি মেডেল নিশ্চিত।
6.05 pm: Asian Games 2018 India Swimming Live Updates শ্রীহরি নটরাজ ২০০ মি ব্যাকস্ট্রোকের ফাইনালে ষষ্ঠ স্থান অধিকার করলেন ২:০২.৮৩ মিনিটের সময় নিয়ে, যেটি নতুন জাতীয় রেকর্ড।
6.00 pm: Asian Games 2018 India Kabaddi Live Updates চূড়ান্ত অঘটন! ইরানের কাছে পুরুষদের সেমি-ফাইনালে ১৮-২৭ ব্যবধানে পরাজয় ভারতের। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম ভারতের পুরুষরা স্বর্ণপদক না নিয়ে ফিরবেন।
5.20 pm: Asian Games 2018 India Badminton Live Updates ব্যাডমিন্টনের মিক্সড ডবলসে প্রণব জেরি চোপড়া এবং সিক্কি রেড্ডি বিশ্বের ন'নম্বর থাইল্যান্ডের জুটির কাছে হারলেন ১৫-২১, ২১-২৩। ভারতের মিক্সড ডবলস সফরের এখানেই ইতি।
4:55 pm: Asian Games 2018 India Swimming Live Updates. বীর ধাওয়াল খড়কে ৫০ মি বাটারফ্লাইয়ের ফাইনালে অষ্টম স্থান অধিকার করলেন। হিটসে তিনি জাতীয় রেকর্ড গড়েছিলেন ২৪.০৯ সেকেন্ডের।