২৪ ঘণ্টা আগেই জাকার্তার কার্নো স্টেডিয়ামে ভারতকে রুপোলী আলোয় মুড়ে দিয়েছে দ্যুতি চাঁদ। এশিয়ান গেমসের অষ্টাদশ আসরের ১০০ মিটার ফাইনালে রুপো জিতেছেন ওড়িশার দ্যুতি। ১১.৩২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি। দ্যুতির এই কৃতিত্বে গর্বিত তাঁর রাজ্য। সোমবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করেছেন যে, তাঁর সরকার দ্যুতিকে নগদ এক কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার দেবে। এছাড়াও ওড়িশা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন দ্যুতি।
এদিন ওড়িশার সিএমও-র পক্ষ থেকে একটি বিবৃতি মারফত জানানো হয়েছে, “ দ্যুুতির মনের জোর, সংকল্প ও কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই দেড় কোটি টাকার নগদ পুরস্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী।’’ অন্যদিকে গতকাল দৌড়ের পর সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যুতি বলেছেন, “২০১৪ সালটা আমার জন্য খুবই খারাপ গিয়েছিল। লোকজন আমার সম্বন্ধে অনেক কথা বলেছিল। কিন্তু ওই মেয়েটাই প্রত্যাবর্তন করে দেশের জন্য পদক নিয়ে এল। আমার কাছে এটা অনেক বড় কৃতিত্বের।” দ্যুতি আরও জানিয়েছেন যে, তাঁর কোচ তাঁকে শুরুটা খুব ভাল করতে বলেছিল। সে জন্য তিনি প্রথম ৪০ মিটার চোখ বন্ধ করেই ছুটেছিলেন। পদকের কথা না-ভেবে শুধু নিজের টাইমিংটা ভাল করতে চেয়েছিলেন।