/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-06-at-4.13.45-PM.jpeg)
পাকিস্তানকে মাটি ধরাল আফগানিস্তান (টুইটার)
পাকিস্তান: ১১৫/১০
আফগানিস্তান: ১১৬/৬
এশিয়ান গেমসের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার দ্বৈরথ হচ্ছে না। আফগানিস্তানেত কাছে হেরে গিয়ে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল পাকিস্তান। ভারত সাত সকালেই একপেশে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। অন্য সেমিতে আফগানিস্তান মাটি ধরিয়ে হারাল পাকিস্তানকে। পুরো ২০ ওভার-ও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান।
আফগানিস্তান মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই রান চেজ করতে নেমে আফগানিস্তান জিতল হাতে চার উইকেট, ১৩ বল বাকি থাকতে। ফাইনালে সোনা জয়ের মঞ্চে আফগানরা এবার খেলবে টি২০-র একনম্বর দল ভারতের বিপক্ষে। তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে নামবে পাকিস্তান এবং বাংলাদেশ।
Noob pakistan is out of asian games cricket final.
It will be India vs Afghanistan tomorrow in the final
#PAKvsafgpic.twitter.com/AaLMSA7A1J— Manish🇮🇳 (@manibhaii16) October 6, 2023
১১৬ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে পাকিস্তান দলকে জয়ের আশা জাগিয়েছিলেন। আফগানিস্তান ব্যাটিং লাইন আপেও বিপর্যয় হাজির হয়েছিল। শুরুতেই টপ অর্ডার ধসে যায় আফগানদের। মিডল অর্ডারকে সামলাতে হয় নতুন বলের চ্যালেঞ্জ। প্রথম চার ওভারের মধ্যেই ৩৫/৩ হয়ে যায়।
Moment in #AsianGames when India qualified to fight for 1 more Gold #INDvsBAN
If Pakistan beats Afghanistan today then it will be India vs Pakistan fighting for Gold and Silver at #ASIANGAMES2023pic.twitter.com/BjyxpDIKZr— ICT Fan (@Delphy06) October 6, 2023
প্রাথমিক বিপর্যয় সামলে আফগানিস্তানকে জয়ের রাস্তায় টেনে নিয়ে যায় নূর (৩৩ বলে ৩৯) এবং আফসারের জুটি। এরপরেও ফের পাকিস্তান ম্যাচে ফেরে একই ওভারে নূর এবং আফসারকে আউট করে। ৭১/৫ হয়ে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাপ্টেন গুলাবদিন নাইকের ১৯ বলে ২৬ রানের ইনিংস আফগানিস্তানকে জিতিয়ে দেয়।
তার আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করে যান ওপেনার উমর ইউসুফ (২৪)। বাকিরা কেউই ১৫-র গন্ডি পেরোতে পারেননি। আফগান বোলারদের হয়ে ফরিদ আহমেদ ৩ উইকেট নেন। কোয়েস আহমেদ, জাহির খান দুটো করে উইকেট নেন।