সোনার নজির গড়ল ভারতীয় ক্রিকেট। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই নিয়ে এশিয়ান গেমসে ক্রিকেটে আবির্ভাব মঞ্চেই সোনা জিতল টিম ইন্ডিয়া। চলতি ইভেন্টে যা ভারতের দ্বিতীয় সোনা।
প্ৰথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ১১৬ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান মহিলারা ২০ ওভারে ৯৭/৮-এর বেশি করতে পারেনি। ভারতের জয় এল ১৯ রানে।
হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়াকে সোনা এনে দিলেন বাঙালি তারকা তিতাস সাধু এবং স্মৃতি মান্ধানা। প্ৰথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা সেভাবে খাপ খুলতে পারেনি। লঙ্কান বোলারদের আঁটোসাঁটো লাইন লেংথের মোকাবিলা করতে সমস্যায় পড়েছিল ভারত। ২০ ওভারে ভারত ১১৬-এর বেশি করতে পারেনি।
ভারতীয় ব্যাটিংকে টানেন স্মৃতি মান্ধানা। ৪৫ বলে ৪৬ রানের ইনিংসে একটা ছক্কা, ছাড়তে বাউন্ডারি হাঁকিয়ে যান তিনি। জেমিমা রদ্রিগেজ ৪০ বলে ৪২ করেন। পাঁচটা বাউন্ডারি হাঁকান তিনি। ক্যাপ্টেন হরমনপ্রীত অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২ করে আউট হয়ে যান।
ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসে ধসিয়ে দেন বাংলার পেসার তিতাস সান্ধু। ১৪ রানের মধ্যেই লঙ্কানরা টপ থ্রি ব্যাটসম্যানকে হারায়। তিতাসের বলে প্ৰথমে আউট হন অনুষ্কা সঞ্জীবনী। মাত্র ১ করেন তিনি। এরপরে ডাক করে তিতাসের শিকার বিষ্মী গুণরত্নে। ১৩/২ হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ১৪ রানে তৃতীয় উইকেট হারায়।
ক্যাপ্টেন চামারি আতাপাত্তুকেও ফেরান তিতাস। প্ৰথম তিন উইকেট হারিয়ে ফেলার পর আর মাথা তুলতে পারেনি লঙ্কানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষমেশ ৯৭ রানে গুটিয়ে গিয়েছে।
বাংলার তিতাস স্মরণীয় করে রাখলেন এশিয়ান গেমস অভিযান। অনবদ্য বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৬ রানের বিনিময়ে দখল করলেন ৪টে উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড ৩ ওভারে ২০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর এবং দেবিকা বৈদ্য একটি করে উইকেট নেন।