/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/sunil-chhetri.png)
সুনীলের গোলে জয় পেল ভারত (টুইটার)
ভারত: ১ (সুনীল ছেত্রী)
বাংলাদেশ: ০
কিছুদিন আগেই এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কয়েকদিনের মধ্যেই সেই বদলা নিল টিম ইন্ডিয়া। তবে ক্রিকেট নয়, প্রতিশোধ এল ফুটবলে। সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে বাংলাদেশকে হারিয়ে ভারত নকআউট পর্বে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখল।
প্ৰথম ম্যাচে চিনের বিপক্ষে খেলতে নেমে ভারত ১-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারলে পরবর্তী রাউন্ডে পৌঁছনো নিয়ে সংশয় তৈরি হত। এমন মাস্ট উইন ম্যাচেই ভারতের হয়ে ত্রাতা সেই সুনীল ছেত্রী। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে সুনীল দলের হয়ে একমাত্র গোল করে যান।
বাংলাদেশ কোনওদিনও ফুটবলে ভারতের সহজ প্রতিপক্ষ নয়। তার ওপর ভারত দুর্বল দল নিয়ে এশিয়ান গেমসে আসতে বাধ্য হয়েছে। পর্যাপ্ত সময় এবং রিকভারির সময় না পেয়ে মাঠে নেমে ভারত বিধ্বস্ত হয়েছিল চিনের কাছে। কোচ ইগর স্টিম্যাচ বাংলাদেশের বিপক্ষে নামার আগেই বলে দিয়েছিলেন, চতুর্থ সারির দল নিয়ে নামতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া।
সেই ভারতকেই প্রায় রুখে দিয়েছিল বাংলাদেশ। গোটা ম্যাচে ওপার বাংলার লড়াকু ফুটবলারদের সামনে থেমে গিয়েছিল ব্লু টাইগারদের গর্জন। মহীরুহ হয়ে উঠেছিলেন বাংলাদেশি গোলকিপার। নিশ্চিত তিনটে গোল সেভ করেন প্রথমার্ধে।
ম্যাচের সময় যখন ফুরিয়ে যাচ্ছে, সেই সময়েই ব্রায়াস মিরান্দাকে বক্সের মধ্যে ফাউল করে বসেন বাংলাদেশ ক্যাপ্টেন জনি। সেই স্পটকিক থেকেই গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি সুনীল। শরীর ছুড়ে দিয়েও সুনীলের শট রুখতে পারেননি গোলকিপার মিঠুন মারমা।
#INDBAN
FOOTBALL AT THE ASIAN GAMES
Sunil Chhetri missed a ball coming in from the flank right in front of the goal. The ball was perfectly floated in.
The second shot came from the ricochet but Goalie Mitul saved both shots.
Miranda loses the ball and it turns out to be… pic.twitter.com/eWzxGwf2ou— nnis (@nnis_sports) September 21, 2023
দলকে কোনওরকমে জিতিয়ে সুনীল ছেত্রী জানাচ্ছেন, "বেশ হতাশার হয়ে থাকল গোটা ম্যাচ। বেশ কিছু বিষয় আরও ভাল হতে পারত, যেমন ফাইনাল থার্ডে পাসিং। যাইহোক, দিনের শেষে তিন পয়েন্ট পাওয়া বেশ গুরুত্বপূর্ণ। পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলা মোটেই সহজ নয়। অনেক আইস বাথ নিতে হবে।"
এমনিতে প্ৰথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের বিপক্ষে ভারতের লক্ষ্য ছিল বড় ব্যবধানে জয় পাওয়া। সেই কাজে যদিও ব্যর্থ ভারতীয় দল। তবে শেষ ষোলোয় পৌঁছনোর ভাগ্য আপাতত ভারতের নিজের হাতেই রইল। রবিবার ভারত গ্রুপের শেষ ম্যাচে খেলবে মায়ানমারের বিপক্ষে। সেই ম্যাচে জিতলেই ভারত পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। ড্র করলে অপেক্ষা করবে সমীকরণের অঙ্ক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us