Advertisment

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হঠাৎ রুতুরাজ! সমস্ত বঞ্চনার অবসান ঘটিয়ে রিঙ্কুও এবার জাতীয় দলে

জাতীয় দলের খেলার সুযোগ পেয়ে গেলেন রিঙ্কু সিং

author-image
IE Bangla Sports Desk
New Update
rinku-singh

ইডেনে বিধ্বংসী রিঙ্কু (এক্সপ্রেস ফটো: পার্থ পাল)

আসন্ন এশিয়া কাপের জন্য বোর্ডের তরফে ভারতীয় পুরুষ এবং মহিলা দল ঘোষণা করে দেওয়া হল। সেপ্টেম্বরের ২৩ থেকে হাংঝুতে শুরু হচ্ছে এশিয়ান গেমস। শেষ হবে অক্টোবরের ৮ তারিখে। এই ইভেন্টে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা হবে সেপ্টেম্বরের ১৯-২৮ পর্যন্ত। পুরুষদের প্রতিযোগিতা শুরু সেপ্টেম্বরের ২৮। শেষ হবে অক্টোবরের ৮-এ। ক্রিকেট ইভেন্ট হবে টি২০ ফরম্যাটে।

Advertisment

এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলের ক্যাপ্টেন করা হল রুতুরাজ গায়কোয়াডকে। স্কোয়াডে রাখা হয়েছে যশস্বী জয়সোয়াল, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, তিলক ভার্মাদের মত আইপিএল পারফর্মারদের। স্ট্যান্ড বাই হিসাবে জায়গা পেয়েছেন সাই সুদর্শন, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, ইয়াশ ঠাকুররা।

ক্যারিবিয়ান সফরে রিঙ্কুর টি২০ স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি অবশেষে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটাবেন এশিয়ান গেমসে। শিবম দুবে, প্রভসিমরণ সিং, তিলক ভার্মা, যশস্বী জয়সোয়াল- সকলেই দুর্ধর্ষ আইপিএলে পারফরম্যান্স-এর কারণে জায়গা করে নিয়েছেন। সিএসকেকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুবে।

জশস্বীর নাম যেদিন এশিয়ান গেমসের স্কোয়াডে ঘোষণা করা হল, সেদিনই তিনি ওয়েস্ট ইন্ডিজ ধুন্ধুমার অভিষেক ঘটালেন। তৃতীয় ভারতীয় হিসাবে অভিষেক টেস্টে দেড়শ প্লাস স্কোর করে গেলেন। তিলক ভার্মা অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছেন।

এশিয়ান গেমসে ভারতের ক্যাপ্টেন নির্বাচিত হওয়া রুতুরাজ গায়কোয়াড আবার ক্যারিবিয়ান সফরে রয়েছেন। এশিয়ান গেমসে স্কোয়াডে নির্বাচিত হয়েছেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং-রাও।

Rinku Singh Asian Games Indian Cricket Team
Advertisment