Advertisment

মাত্র ৪৮ বলেই বিধ্বংসী সেঞ্চুরি! ব্যাটে ঝড় তুলে চিনের মাটিতে দাদাগিরি যশস্বীর, দেখুন ভিডিও

ব্যাটে ঝড় তুললেন জয়সোয়াল, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
yashasvi-jaiswal

ব্যাটে ঝড় যশস্বীর (টুইটার)

বিশ্বকাপে সুযোগ পাননি। টি২০-তে জাতীয় দলে এখম নিয়মিত মুখ। যশস্বী জয়সোয়াল আবার ব্যাটে আগুন ঝড়ালেন। এশিয়ান গেমসে খেলতে নেমে হাংঝৌয়ে মাত্র ৪৮ বলে শতরান করে গেলেন প্ৰথম ম্যাচে নেমেই। নেপালের বিপক্ষে এশিয়ান গেমসে প্ৰথম ম্যাচে নেমেছিল ভারত।

Advertisment

সেই ম্যাচেই রেকর্ডের বন্যা বইয়ে দিলেন যশস্বী জয়সোয়াল। পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে নিজের ইনিংসে আটটা চার, সাতটা ছক্কা হাঁকালেন। টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন-ও হয়ে গেলেন তিনি।

এর আগে ভারতের হয়ে টি২০'তে শতরানকারীদের মধ্যে রয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা, কেএল রাহুল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, শুভমান গিল-রা। অষ্টম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে জয়সোয়াল সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে সবথেকে কমবয়সী ভারতীয় হিসাবে শতরান করেছিলেন শুভমান গিল। গিলের রেকর্ড ভেঙে আপাতত সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন শুভমান গিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে শুভমান গিল সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে যখন সেঞ্চুরি করেন, তখন তাঁর বয়স ২৩ বছর। জয়সোয়াল সেঞ্চুরি করলেন ২১ বছরে।

এই নিয়ে ষষ্ঠ টি২০ আন্তর্জাতিক খেলছেন জাতীয় দলের হয়ে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা তারকা দুরন্ত সিজন কাটানোর পরেই গত অগাস্টে জাতীয় দলে অভিষেক ঘটান। তারপর থেকেই মারকাটারি ফর্মে রয়েছেন। রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বাধীন এশিয়ান গেমসের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি।

মঙ্গলবার নেপালের বিপক্ষে ১৬তম ওভারে সম্পাল কামির বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন তারকা। শতরান পূর্ণ করার পর অবশ্য বেশিদূর টানতে পারেননি তিনি। নিজের ইনিংসের ৪৯ তম বলেই আউট হয়ে যান তারকা।

cricket Indian Team Cricket News Asian Games Indian Cricket Team
Advertisment