Advertisment

Asian Games 2018 Day 3 Live Updates Live Streaming: সেপাক টাকরোতে ইতিহাস লিখল ভারত

এশিয়াডে তারুণ্যের জয়গান। বছর ১৬-র সৌরভ চৌধুরি এশিয়াড অভিষেকেই দেশের জন্য সোনা ছিনিয়ে আনলেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। এই ইভেন্টেই দেশকে ব্রোঞ্জ এনে দিলেন বছর উনত্রিশের অভিষেক বর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Asian Games 2018

Asian Games 2018 Live:

Asian Games 2018 Day 3 Live, Asian Games 2018 Medal Tally: এশিয়াডের তৃতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে এল পাঁচটি পদক (একটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ)। দিনের শেষে ভারতের পদক সংখ্যা ১০ (তিনটি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ)।। এদিন শুরুতেই ভারত বাজিমাত করেছিল। জাকার্তায় তারুণ্যের জয়গান দিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় দিনটা সোনায় শেষ হয়েছিল, তৃতীয় দিনের শুরুটাও হলো সোনা দিয়েই। গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

Advertisment

5.30 pm:  কুস্তিতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন দিব্যা কাকরন। বছর কুড়ির কুস্তিগীর মহিলাদের কুস্তির ৬৮ কেজির ফ্রি-স্টাইলে পদক পেয়েছেন।

4.30 pm: এক ফ্রেমে এদিনের দেশের তিন পদকজয়ী (শুটিং)

3.42 pm: ইতিহাস ভারতের! এশিয়ান গেমসের আসরে এই প্রথম সেপাক টাকরোতে পদক জিতল ভারত। পুরুষদের রেগু ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে টিম ইন্ডিয়া।

2.22 pm: শুভেচ্ছায় ভেসে যাচ্ছে সৌরভ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সৌরভের জন্য ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে। এদিন সকালেই সৌরভের সৌজন্যে ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের ঝুলিতে সোনা এসেছে।

1.00 pm:  ৫০ মিটার রাইফেলে দেশকে রুপো এনে দিলেন সঞ্জীব রাজপুত। এই নিয়ে টানা চারবার এশিয়াডের আসরে পদক জিতলেন তিনি। অভিনব নজির।

11.12 am : বছর ১৬-র সৌরভ চৌধুরি এশিয়াড অভিষেকেই দেশের জন্য সোনা ছিনিয়ে আনলেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। ২৪০.৭ পয়েন্ট পেয়ে এই ইভেন্টে রেকর্ড গড়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছেন।

Asian Games 2018 Day 3 Live updates Live streaming: Asian Games Live updates in English

আরও পড়ুন: Asian Games 2018: বন্যায় স্বজন হারিয়েও এশিয়াডে লড়ছেন সজন

11.12 am : ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের জন্য ব্রোঞ্জ জিতেছেন বছর উনত্রিশের অভিষেক বর্মা। ২১৯.৩ পয়েন্টের সুবাদে তিন নম্বরে শেষ করেছেন তিনি। অভিষেকের এটাই প্রথম আন্তর্জাতিক ইভেন্ট।

গতকালই এশিয়াডে ইতিহাস লিখেছিলেন ভিনেশ ফোগাট। দেশের প্রথম ভারতীয় মহিলা কুস্তিবিদ হিসেবে এশিয়ান গেমসের আসরে সোনা জয়ের নজির গড়েছেন তিনি। ৫০ কেজি ক্যাটেগরির ফাইনালে জাপানের ইউকি ইরিকে হারিয়ে চলতি এশিয়াডে দেশকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Asian Games 2018: বজরং পুনিয়ার সোনা, অপূর্বী-রবির ব্রোঞ্জ দিয়ে ভারতের শুরু

Advertisment