Asian Games 2018 Day 3 Live, Asian Games 2018 Medal Tally: এশিয়াডের তৃতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে এল পাঁচটি পদক (একটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ)। দিনের শেষে ভারতের পদক সংখ্যা ১০ (তিনটি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ)।। এদিন শুরুতেই ভারত বাজিমাত করেছিল। জাকার্তায় তারুণ্যের জয়গান দিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় দিনটা সোনায় শেষ হয়েছিল, তৃতীয় দিনের শুরুটাও হলো সোনা দিয়েই। গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।
Thank you for watching the #OpeningCeremonyAsianGames2018! Did you enjoy the show? See you at the games!
#OpeningAG2018 #AsianGames2018 pic.twitter.com/lzlaZ0OVv6
— Asian Games 2018 (@asiangames2018) August 18, 2018
5.30 pm: কুস্তিতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন দিব্যা কাকরন। বছর কুড়ির কুস্তিগীর মহিলাদের কুস্তির ৬৮ কেজির ফ্রি-স্টাইলে পদক পেয়েছেন।
Divya grabs a bronze medal for #India!
Great display of strength by the 20yr old @DivyaWrestler in women’s 68kg freestyle #Wrestling.
Dominating the match,she defeated Chen Wenling of #ChineseTaipei 10-0.
Congrats Divya! #IndiaAtAsianGames @FederationWrest #AsianGames2018 ???????????? pic.twitter.com/keVWP7ygFU— SAIMedia (@Media_SAI) August 21, 2018
4.30 pm: এক ফ্রেমে এদিনের দেশের তিন পদকজয়ী (শুটিং)
Our three #Shooting stars from today!
Here’s Saurabh Chaudhary, Abhishek Verma & @sanjeevrajput1 with their medals.
With a great display of concentration & passion to win,they have certainly brought glory to the country. @OfficialNRAI #IndiaAtAsianGames #AsianGames2018 #SAI???????? pic.twitter.com/A6VZJO6jqB— SAIMedia (@Media_SAI) August 21, 2018
3.42 pm: ইতিহাস ভারতের! এশিয়ান গেমসের আসরে এই প্রথম সেপাক টাকরোতে পদক জিতল ভারত। পুরুষদের রেগু ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে টিম ইন্ডিয়া।
#History has been created!#India has won a medal in Sepak Takraw for the 1st time in the Asian Games!
The team proudly brings home a????in the Men’s Team Regu event
Many congratulations!???? #IndiaAtAsianGames #TeamIndia #SepakTakraw #AsianGames2018 #ProudIndia #SAI???????? pic.twitter.com/tCuRQFto2B— SAIMedia (@Media_SAI) August 21, 2018
HISTORY CREATED!
Kudos to the Indian Sepak Takraw team.
Not only did they become India's 1st team in the sport to reach the Semi-finals of the Team Regu Event at #ASIANGAMES2018 and also winning a????medal. FANTASTIC TEAM EFFORT by the boys! #IndiaAtAsianGames pic.twitter.com/qCqV6OhR0g
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 21, 2018
2.22 pm: শুভেচ্ছায় ভেসে যাচ্ছে সৌরভ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সৌরভের জন্য ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে। এদিন সকালেই সৌরভের সৌজন্যে ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের ঝুলিতে সোনা এসেছে।
Uttar Pradesh CM Yogi Adityanath has announced Rs 50 lakh award for Meerut's Saurabh Chaudhary who won gold medal in 10m air pistol event #AsianGames2018 pic.twitter.com/3ytirHMnYg
— ANI UP (@ANINewsUP) August 21, 2018
1.00 pm: ৫০ মিটার রাইফেলে দেশকে রুপো এনে দিলেন সঞ্জীব রাজপুত। এই নিয়ে টানা চারবার এশিয়াডের আসরে পদক জিতলেন তিনি। অভিনব নজির।
Our #TOPSAthlete @sanjeevrajput1 wins a silver for #India in men's 50m rifle 3 positions event.
He has now won medals in four consecutive Asian Games.
It's amazing to see our shooters perform incredibly well!#AsianGames2018 #IndiaAtAsianGames #Shooting @OfficialNRAI ???????????? pic.twitter.com/NTbRVlZr78— SAIMedia (@Media_SAI) August 21, 2018
11.12 am : বছর ১৬-র সৌরভ চৌধুরি এশিয়াড অভিষেকেই দেশের জন্য সোনা ছিনিয়ে আনলেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। ২৪০.৭ পয়েন্ট পেয়ে এই ইভেন্টে রেকর্ড গড়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছেন।
Asian Games 2018 Day 3 Live updates Live streaming: Asian Games Live updates in English
Saurabh gets a ????!
Making his Asian Games debut and how!
Our 16 year old shooter, Saurabh Chaudhary shot his way to earn himself and the nation a ????medal in men’s 10m Air Pistol event with an Asian Games record score of 240.7???????? is proud of you.#TOPSAthlete #AsianGames2018 pic.twitter.com/YtzW7lZ1QX— SAIMedia (@Media_SAI) August 21, 2018
আরও পড়ুন: Asian Games 2018: বন্যায় স্বজন হারিয়েও এশিয়াডে লড়ছেন সজন
Abhishek Verma bags a ????!
The 29 year-old turned in a fine performance to secure the third position in Men’s 10m Air Pistol. Many congratulations????????#IndiaAtAsianGames #Shooting #AsianGames2018 @OfficialNRAI @ISSF_Shooting #SAI???????? pic.twitter.com/J9EhzGoCEh— SAIMedia (@Media_SAI) August 21, 2018
11.12 am : ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের জন্য ব্রোঞ্জ জিতেছেন বছর উনত্রিশের অভিষেক বর্মা। ২১৯.৩ পয়েন্টের সুবাদে তিন নম্বরে শেষ করেছেন তিনি। অভিষেকের এটাই প্রথম আন্তর্জাতিক ইভেন্ট।
গতকালই এশিয়াডে ইতিহাস লিখেছিলেন ভিনেশ ফোগাট। দেশের প্রথম ভারতীয় মহিলা কুস্তিবিদ হিসেবে এশিয়ান গেমসের আসরে সোনা জয়ের নজির গড়েছেন তিনি। ৫০ কেজি ক্যাটেগরির ফাইনালে জাপানের ইউকি ইরিকে হারিয়ে চলতি এশিয়াডে দেশকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Asian Games 2018: বজরং পুনিয়ার সোনা, অপূর্বী-রবির ব্রোঞ্জ দিয়ে ভারতের শুরু
And here’s our gold medalist in women’s 50kg who created #history by becoming the 1st Indian woman to win the #Wrestling gold at the Asian Games, she has inspired so many of us!
What a match,@Phogat_Vinesh! #SAI has supported her training abroad.#AsianGames2018 #TOPSAthlete pic.twitter.com/7ENtgvVkqJ— SAIMedia (@Media_SAI) August 20, 2018