Advertisment

Asian Games 2018 Day 9 Medal Tally: ভারতের ঝুলিতে ৪১টি পদক

নবম দিনের শেষে ভারতের ঝুলিতে ৪১টি পদক (আটটি সোনা, ১৩টি রুপো ও ২০টি ব্রোঞ্জ)। 

author-image
IE Bangla Web Desk
New Update
Asian Games 2018

Asian Games 2018 Live:

চলছে এশিয়ান গেমসের নবম দিনের খেলা। গতকাল ভারতের ঝুলিতে ৩৬টি পদক (সাতটি সোনা, দশটি রুপো ও ১৯টি ব্রোঞ্জ) এসেছিল। সোমবারও বেশ কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। খেলা চলছে।

Advertisment

গত রবিবার ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অষ্টাদশ এশিয়ান গেমস। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে বসেছে এশিয়াডের আসর। এশিয়াডের প্রথম দিনে কুস্তির সৌজন্যে ভারত পেয়েছিল প্রথম সোনা। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কুস্তিগীর বজরং পুনিয়া স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

7.00 pm৮৮.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে দেশকে স্বর্ণ পদক এনে দিলেন নীরাজ চোপড়া। করলেন জাতীয় রেকর্ডও। এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে বছর কুড়ির নীরাজই দেশের পতাকাবাহক ছিলেন।

5.50 pm: ৩২ বছরের সুধা সিং মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জিতলেন। সুধা সময় নিয়েছেন ৯:৪০:০৩

5.55 pm: পুরুষদের ৪০০ মিটার হার্ডেলে রুপো পেলেন আইয়াসামি ধারুন। ৪৮.৯৬ সেকেন্ড নিয়ে জাতীয় রেকর্ড করলেন তিনি।

1.37 pm: ভারতের মহিলা হকি দল পৌঁছে গেল সেমিফাইনালে। পুল পর্যায় অপ্রতিরোধ্য থেকেই শেষ চারে উঠল তারা। এদিন ক্যাপ্টেন রানি রামপালের হ্যাটট্রিকে ভারত পাঁচ গোলের মালা পরিয়েছে থাইল্যান্ডকে।

1.00 pm: ফাইনালে পিভি সিন্ধু।প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে এশিয়াডের মহিলা সিঙ্গলের ফাইনালে উঠে নজির গড়লেন গোপীচাঁদের শিষ্যা। সেমিফাইনালে সিন্ধু হারালেন বিশ্বের দু’নম্বর আকানে ইয়ামাগুচিকে। সিন্ধু জিতলেন ২১-১৭ ১৫-২১ ২১-১০ ব্যবধানে। বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে ফাইনাল খেলবেন সিন্ধু। দেশের জন্য সোনা/রুপো নিয়েই ইন্দোনেশিয়া থেকে ফিরবেন তিনি। এই তাই জু-র কাছে হেরেছেন সাইনা নেহওয়াল।

12.00 pm: ব্রোঞ্জ জিতলেন সাইনা নেহওয়াল। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক পেলেন সাইনা নেহওয়াল।১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হল ভারতের।সোমবার বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতলেন সাইনা। ৩৬ মিনিটের লড়াইয়ে তাই জু'র পক্ষে ফল ১৭-২১ ১৪-২১।

Advertisment