scorecardresearch

বড্ড বেয়াদপ! বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় গোলকিপারকে তাড়াতে চলেছে EPL-এর ক্লাব

বিশ্বকাপের সময় মাঠ তো বটেই মাঠের বাইরেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মার্টিনেজ

বড্ড বেয়াদপ! বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় গোলকিপারকে তাড়াতে চলেছে EPL-এর ক্লাব

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সেরার সেরা অবদান রেখেছেন। দুটো নকআউট ম্যাচে আর্জেন্টিনীয়দের হয়ে ফারাক গড়ে দিয়েছেন টাইব্রেকার শ্যুট আউটে। বিশ্বের সেরা গোলকিপারের মর্যাদা পেয়েছেন কাতার বিশ্বকাপের পরে। মেসিও স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর এমি মার্টিনেজকে ধন্যবাদ দিয়ে বলেছেন, “ধন্যবাদ আমাকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য।” তবে মেসিকে কাপ এনে দেওয়ার অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজের নামের সঙ্গে জুড়ে গিয়েছে বিতর্কিত শব্দবন্ধনী।

সেই বিতর্কের জন্যই এবার এমি মার্টিনেজের ইপিএল ক্লাব আস্টন ভিলা বিক্রি করে দিতে চলেছে তারকা গোলকিপারকে। Fichajes.net ফুটবলের ট্রান্সফার মার্কেটের হাল হকিকত দিতে সিদ্ধহস্ত। সেই ওয়েবসাইট থেকেই জানা যাচ্ছে, আস্টন ভিলা ম্যানেজার উনাই এমেরি মার্টিনেজকে ক্লাব থেকে বিক্রি করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন: এমবাপের গোল অবৈধ ছিল! ফুটেজ দেখিয়ে বিষ্ফোরক দাবি বিশ্বকাপ ফাইনালের রেফারির

Fichajes.net-এর প্রতিবেদন অনুযায়ী, মার্টিনেজকে সম্ভবত জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতেই ছেড়ে দেবেন উনেই এমেরি। আর্জেন্টিনীয় গোলকিপারের টেম্পারমেন্ট এবং ব্যবহারে মোটেই খুশি নন এমেরি। তাই তাঁকে সরিয়ে দিতে চান তিনি। সেভিয়ার মরোক্কান বিশ্বকাপার ইয়াসিন বোনুকে মার্টিনেজের পরিবর্ত হিসাবে ভাবা হচ্ছে।

Fichajes.net বলছে, “উনাই এমেরির সঙ্গে মার্টিনেজের সম্পর্কের পুরোপুরি অবনতি ঘটেছে। প্রাক্তন ভিলারিয়েল কোচ ক্লাবে সমস্ত প্রচেষ্টা করছেন যাতে মার্টিনেজকে রাখা না হয়।”

আরও পড়ুন: রেফারিই ভিলেন, নতুন করে হোক বিশ্বকাপ ফাইনাল! লাখো লাখো সই জমিয়ে উত্তাল ফ্রান্স

আস্টন ভিলা ম্যানেজার সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, “আবেগ অনেক সময় চেপে রাখা সম্ভব হয়না। পরের সপ্তাহে ওঁর সঙ্গে কথা বলব ওঁর সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে। তবে ও এখন জাতীয় দলের সঙ্গে রয়েছে। সেই বিষয়টিকে আমি সম্মান করি। ও যখন ক্লাবের সেট আপে যুক্ত হয়ে পড়বে, তখনই ওঁর সঙ্গে কথা বলব। ওঁর জন্য আমরা গর্বিত। জাতীয় দলের হয়ে ও বিশ্বকাপ জিতেছে। এটা দুর্ধর্ষ একটা ব্যাপার।”

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনালের পর কিলিয়ান এমবাপেকে একাধিকবার ব্যঙ্গ-বিদ্রুপ করার জন্য সরকারিভাবে ফ্রান্সের তরফে অভিযোগ জানানো হয়েছে মার্তিনেজের নামে। বুয়েন্স আয়ার্সে বাসে করে বিজয় মিছিলে এমবাপের পুতুল নিয়ে সেলিব্রেট করে গোটা বিশ্বের শিরোনামে উঠে এসেছেন। সেই সময়ে আবার তাঁর পাশেই ছিলেন এমবাপের পিএসজি সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর লকার রুমে মার্টিনেজ বিদ্রুপাত্মক গানে নিশানা করেছিলেন এমবাপেকে।

এখন দেখার মার্টিনেজকে সত্যি সত্যি ক্লাব থেকে অপসারিত হতে হয় কিনা!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Aston villa set to sell world cup wining argentine goalkeeper emiliano martinez