Advertisment

জাতীয় চ্যাম্পিয়নশিপের কোর্ট দেখেই ফিরে গেলেন সাইনা-কাশ্যপ

অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী সাইনাকে গতবার শিনের চোট ভুগিয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের কথা ভাবলেই তাঁকে চলবে না। সামনেই রয়েছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ।

author-image
IE Bangla Web Desk
New Update
At 83rd Senior National Badminton Championship, Saina refuses to play on ‘poor playing surface’

জাতীয় চ্যাম্পিয়নশিপের কোর্ট দেখেই ফিরে গেলেন সাইনা-কাশ্যপ

বৃহস্পতিবার সকালবেলা পারুপল্লী কাশ্যপের সঙ্গে গাড়ি করেই সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলতে রওণা দিয়েছিলেন সাইনা নেহওয়াল। গাড়িতে বসেই ভ্যালেন্টাইন'স ডে-র শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরা। কিন্তু টুর্নামেন্টে পা রেখেই সাইনা সাফ জানিয়ে দিলেন এখানকার কোর্ট "খেলার অযোগ্য"। গতবারের চ্যাম্পিয়ন বলে দিলেন তিনি এখানে খেলার কোনওরকম ঝুঁকি নেবেন না।

Advertisment
View this post on Instagram

Happy Valentines Day ????????... #valentinesday2019 ❤️❤️

A post shared by SAINA NEHWAL (@nehwalsaina) on


অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী সাইনাকে গতবার শিনের চোট ভুগিয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের কথা ভাবলেই তাঁকে চলবে না। সামনেই রয়েছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। সাইনার না-খেলার কথা শুনেই ব্যাডমিন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব (ইভেন্ট) ওমর রশিদ ছুটে আসেন অনান্য আধিকারিকদের নিয়ে। তিনি যাবতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সাইনা-কাশ্যপ ও সাই প্রনীতকে এদিন সন্ধ্যায় খেলার জন্য রাজি করেন। সাইনার স্বামী ও সতীর্থ কাশ্যপ বললেন. "সিন্ধু খেলার পর বেশ কিছু জায়গায় কাঠের তক্তা বেরিয়ে এসেছে। ওরা ওগুলো ঠিক করছে। আমরা সন্ধ্যায় ফিরে এসে প্রি-কোয়ার্টারফাইনালের ম্যাচ খেলব।" শ্রুতি মুনদাদার বিরুদ্ধে খেলবেন সাইনা।

আরও পড়ুন: মারিনের কাছে হেরে দেশে ফিরছেন সাইনা

অসম ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে তিনটে কোর্টে খেলা হচ্ছে ৮৩তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সাইনারা গিয়ে দ্বিতীয় কোর্টও পর্যবেক্ষণ করে আসে। এদিন সকালে এই কোর্টেই সিন্ধু মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টারফাইনাল খেলেছেন। স্ট্রেইট সেটে মালবিকা বানসোদকে হারিয়েছেন তিনি। বিএআই-এর কর্তারা এখন কোর্টগুলি মেরামত করছে। বিকল্প ভেন্যু হিসেবে তরুণ রাম ফুকান ইন্ডোর স্টেডিয়ামের সিমেন্ট কোর্টে খেলা হবে। ওমর রশিদ বললেন, " কোর্টের কয়েকটা জায়গায় অসমান হয়ে গিয়েছে। ফলে কয়েকজন খেলোয়াড় খেলতে অস্বীকার করেছে। ওরা কোথায় খেলেবে এটা ওদের ওপরই নির্ভর করছে। ওরা প্রি-কোয়ার্টারফাইনাল খেলার জন্য় রাজি হয়েছে। বাকিরা প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল এখানেই খেলবে এদিন।"

Badminton Saina Nehwal
Advertisment