scorecardresearch

‘শত্রু’ দলে নাম লেখালেন বাগান ছেড়ে যাওয়া বেঙ্গালুরুর সুপারস্টার! সিজন শুরুর আগেই বিরাট দলবদল

নতুন মরশুম শুরুর আগে বাগানের প্রাক্তন তারকাকে নিয়ে বিরাট আপডেট

‘শত্রু’ দলে নাম লেখালেন বাগান ছেড়ে যাওয়া বেঙ্গালুরুর সুপারস্টার! সিজন শুরুর আগেই বিরাট দলবদল

ফের ঠিকানা বদলাচ্ছেন প্রবীর দাস। এক মরশুম আগেই এটিকে মোহনবাগান থেকে নাম লিখিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরুকে প্লে অফে পৌঁছনোর অন্যতম নেপথ্য কারিগর তিনি। এবার তিনি নাম লেখাচ্ছেন বেঙ্গালুরুর প্রতিদ্বন্দ্বী কেরালা ব্লাস্টার্সে।

এটিকের হয়ে জোড়া আইএসএল চ্যাম্পিয়ন। হাবাসের সঙ্গে রসায়নই আলাদা ছিল। তবে এটিকে মোহনবাগানে হাবাস জমানা খতমের পর হুয়ান ফেরান্দো প্রবীর দাসকে সোয়াপ ডিলে বেঙ্গালুরুতে পাঠিয়ে দেন। বাগানে আগমন ঘটে আশিক কুরুনিয়ানের।

বেঙ্গালুরুর হয়ে গোটা সিজনেই দুরন্ত খেলেছেন। বা-প্রান্তিক আক্রমণে কোচ সাইমন গ্রেসনের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছিলেন তিনি।বেঙ্গালুরুর এফসির গত সিজন স্বপ্নের মরশুম গিয়েছে। ডুরান্ড কাপ, আইএসএল এবং সুপার কাপ তিনটে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। আর বেঙ্গালুরু কোচের ৩-৫-২ ছকে অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন প্রবীর। তবে গ্রেসন সম্প্রতি ফুলব্যাক পজিশনে নামঘাল ভুটিয়াকে খেলাচ্ছেন।

অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছেন হরমনজত খাবরাকে। অভিজ্ঞ ফুলব্যাকের রিপ্লেসমেন্ট হিসাবে ভুকুমানোভিচের কেরালায় যোগ দিচ্ছেন প্রবীর।

বেঙ্গালুরুর মত সোদপুরের সুপারস্টার এবার ফুল ফোটাতে পারবেন কেরালায়, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Atk mohun bagan ex prabir das heavily linked with kerala blasters