মাঠে সমর্থকদের মন জয় করেন তিনি। মাঠের বাইরেও তিনি দৃষ্টান্তস্থাপন করলেন। এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল শুক্রবার যা করলেন তাতে অন্তত কুর্নিশ করছে সকলে। মোহন-জনতা তো বটেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল সমর্থকরাও সেলাম ঠুকছেন ময়দানের পোড়খাওয়া তারকাকে।
ডানলপ ব্রিজে সমস্যায় পড়েছিলেন এক প্রতিবন্ধী। হুইলচেয়ারে করে ব্রিজ পেরোতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। হাতে টানা সাইকেলের চেন পড়ে গিয়েছিল। ব্যাপক সমস্যায় সেই প্রতিবন্ধীর তাতে নাজেহাল অবস্থা। সেই অবস্থাতেই মেসিহা হিসাবে আবির্ভাব ঘটল প্রীতম কোটালের।
আরও পড়ুন: চার বছর আগে ডগলাসের প্রস্তাবিত ফুটবলারকে পাত্তাই দেয়নি! ফর্ম হারানো সেই তারকাই স্টিফেনের ইস্টবেঙ্গলে
তা দেখতে পেয়েই বাতানুকূল গাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সবুজ-মেরুন শিবিরের সুখ-দুঃখের ভরসা প্রীতম। তিনি নিজে প্রতিবন্ধীর গাড়ি ঠেলে তাঁকে রাস্তা পেরোতে সাহায্য করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাতে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে প্রীতম কোটাল বললেন, "একজন নাগরিকের কর্তব্য পালন করেছি। উনি সমস্যায় পড়েছিলেন। তাই তাঁকে সাহায্য করেছি মাত্র।" সেই ব্যক্তি অবশ্য বুঝতে পারেননি তিনিই স্বয়ং ময়দানের অন্যতম নামি ফুটবল তারকা প্রীতম কোটাল।
উত্তরপাড়ায় বাড়ি। রোজ বাড়ি থেকেই ময়দানে অনুশীলনে আসেন। গঙ্গা পেরিয়ে ডানলপ ব্রিজ হয়ে নিত্য যাতায়াত তাঁর। এই রুটে কেউ সমস্যায় পড়লে হঠাৎ হাজির হয়ে যেতে পারেন প্রীতম কোটালের মত তারকা। সারপ্রাইজ দিতে পারেন শুক্রবারের মত।