scorecardresearch

বড় খবর

এএফসিতে কড়া প্রতিপক্ষের সামনে ATKMB! ডার্বি জয়ের পরেই নতুন চ্যালেঞ্জ ফেরান্দোর

ইন্টার জোনাল কাপের সেমিফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কুলালালামপুর সিটি এফসি। ৭ সেপ্টেম্বর ম্যাচ।

এএফসিতে কড়া প্রতিপক্ষের সামনে ATKMB! ডার্বি জয়ের পরেই নতুন চ্যালেঞ্জ ফেরান্দোর

ফিফা নির্বাসন উঠতেই এবার এটিকে মোহনবাগান শিবিরে এএফসি কাপে নামার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল। নির্বাসনের ফলে একসময় এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে সবুজ মেরুন শিবিরের অংশগ্রহণ নিয়ে প্রবল অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত এএফসি কাপে খেলতে যে নামছে এটিকে মোহনবাগান, তা নিয়ে কোনও সংশয়ই নেই।

ইন্টার জোনাল কাপের সেমিফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে কুয়ালালামপুর সিটি এফসি। ৭ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হবে হাড্ডাহাড্ডি দ্বৈরথে। দু-বার মালয়েশিয়ান লিগের খেতাব জয়ী এই দল সেমিফাইনালে পৌঁছেছে ইন্দোনেশিয়ান ক্লাব পিএসএম মালাসকারকে হারিয়ে।

আরও পড়ুন: ডার্বি হারলেও ইস্টবেঙ্গল এখনও পৌঁছতে পারে কোয়ার্টারে! কীভাবে সম্ভব, অঙ্ক মিলিয়ে হিসেব জানুন

অন্যদিকে, এটিকে মোহনবাগান সেমিফাইনালে উঠেছে যথেষ্ট দাপট দেখিয়ে। প্ৰথম ম্যাচেই সবুজ মেরুন শিবির হেরে গিয়েছিল গোকুলাম কেরালার বিপক্ষে। তবে মাজিয়া এবং বসুন্ধরাকে টানা দু-ম্যাচে হারিয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছনো নিশ্চিত করেছে ফেরান্দোর বাগান।

স্প্যানিশ কোচ ডুরান্ডকে এএফসি এবং আইএসএল-এর প্রস্তুতি মঞ্চ হিসাবে দেখছেন। এমনটা আগেই জানিয়েছেন। আপাতত নতুন স্কোয়াড নিয়ে ডুরান্ডে টিম ফর্মেশন ঠিক করে নিচ্ছেন। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেওয়ার পর এটিকে মোহনবাগান একজন ফিনিশারের অভাব অনুভব করছে। ডুরান্ডের প্ৰথম তিন ম্যাচেই তা প্রকট হয়ে গিয়েছে। তবে মঙ্গলবারই শহরে পৌঁছে গেলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি যদিও পজিটিভ স্ট্রাইকার নন, তবুও তাঁকে পেয়ে এএফসির আগে ডার্বি জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কোচ ফেরান্দো।

আরও পড়ুন: এই গরমে ঘনঘন ম্যাচ! মাস্ট উইন ম্যাচের ঠিক আগেই মেজাজ খাপ্পা বাগানের ফেরান্দোর

যাইহোক, এএফসিতে এটিকে মোহনবাগানকে টানছেন লিস্টন কোলাসো। নিজে পাঁচটি গোল যেমন করেছেন, তেমন তিনটে গোলে এসিস্টও রয়েছে তাঁর। গত সিজনে এফসি নাসাফের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট অভিযান খতম হয়ে গিয়েছিল এটিকে মোহনবাগানের। তখন অবশ্য হাবাস জমানা ছিল। ফেরান্দো জমানায় সেই হারের শাপমুক্তি ঘটে কিনা, তা দেখার।

বুধবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর জন্য মাস্ট উইন ম্যাচে নামছে বাগান। প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। জিতে ডুরান্ডের পরের রাউন্ডে সবুজ মেরুন ফুটবলাররা কোয়ালিফাই করতে পারে কিনা, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Atk mohun bagan to face kuala lampur city fc in afc inter zonal semifinal