দল ছেড়েছেন রয় কৃষ্ণ। সবুজ মেরুন জার্সি ছেড়ে রয় কৃষ্ণ আপাতত অন্য দলের হয়ে মাঠে নামবেন। কৃষ্ণের সঙ্গেই বাগান-ত্যাগ করেছেন অজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। এটিকে মোহনবাগান নয়, এবার তাঁর গায়ে উঠবে মুম্বই সিটি এফসির জার্সি।
দুই তারকা বিদেশি স্ট্রাইকারকে ছাড়ার পরে এখনও এটিকে মোহনবাগান নতুন বিদেশি ফরোয়ার্ড সই করায়নি। এদিকে, ছয় বিদেশির কোটাও পূর্ণ। এমন অবস্থায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। শনিবার ইনস্টাগ্রাম লাইভে এসে জানিয়ে দিলেন, নম্বর নয় পজিশন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা।
আরও পড়ুন: গ্রিস-অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এবার ব্লাস্টার্সে! ISL কাঁপাতে তৈরি সুপারস্টার
"সমর্থকদের চিন্তা করার কোনও কারণ নেই। পুরো বিষয়টি আমাদের মাথাতেই রয়েছে। এখন সকলেই নম্বর ৯, ১০ পজিশন নিয়ে আলোচনা করেছেন। তবে আমার কাছে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হল সংশ্লিষ্ট প্লেয়ারের মানসিকতা। কোয়ালিটি কিংবা টেকনিক্যাল বিষয়ের থেকেই সেই ক্রিকেটার দলকে সাহায্য করতে মানসিকভাবে প্রস্তুত কিনা, তা আমার কাছে বেশি প্রাধান্য পায়। সমর্থকদের এটুকুই জানাতে চাই, নম্বর নয় পজিশনে যে আসছেন, তাঁর কোয়ালিটির সঙ্গে সঠিক মানসিকতাও রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, দলকে সাহায্য করতে ও প্রস্তুত।" বলে দিয়েছেন ফেরান্দো।
রয় কৃষ্ণদের দল ছাড়ার প্রসঙ্গ নিয়েও সরাসরি জবাব দিয়েছেন। তাঁর ব্যাখা, "দল ছেড়ে যাওয়া ফুটবল খেলারই অংশ। কখনও আমাদের মতের মিল হয়, কখনও মতের অমিল হয়। তবে ক্লাবের প্ৰতি সেই ফুটবলারদের অবদান কখনই ভুলে যাওয়া উচিত নয়। দলের সঠিক বাছাই ফুটবলার পাওয়া প্ল্যানিংয়ের অংশ। আমাদের স্কোয়াড এখনও পূরণ হয়নি। আমরা গোটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছি। তবে যেভাবে দল শ্যেপ নিচ্ছে, তাতে আমরা বেশ খুশি। দলের সকলেই জয়ের মানসিকতা রয়েছে।"
আরও পড়ুন: ইউরোপা লিগ জয়ী আতলেতিকো মাদ্রিদের সুপার-ফরোয়ার্ড এবার ভারতে! ISL কাঁপাবেন সিমিওনের ছাত্র
দলের বিদেশি হিসাবে এটিকে মোহনবাগান সই করিয়েছে দুই স্টপার ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলকে। স্কোয়াডের বাকি চার বিদেশি কোটায় ইতিমধ্যেই রয়েছেন কার্ল ম্যাকহিউ, চোট পাওয়া তিরি এবং মাঝমাঠের দুই জেনারেল জনি কাউকো এবং হুগো বৌমাস।
দলের এখনও পর্যন্ত বিদেশি বাছাই নিয়ে সন্তুষ্ট বাগান কোচ। তিনি বলেছেন, "এখন সকলেই মোটামুটি জেনে গিয়েছেন দলের বিদেশি কারা কারা হতে চলেছেন। সকলেই কোয়ালিটি সম্পন্ন শক্তিশালী প্লেয়ার। এবং দলের ফর্মেশনে সাহায্য করতে প্রস্তুত। আমরা সকলে মিলে ক্লাবের আরও উন্নতি করতে চলেছি।"
এদিকে সামনেই এএফসি কাপের চ্যালেঞ্জও সামলাতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। কোচ ফেরান্দো অবশ্য বাস্তববাদী হতে বলছেন সমর্থকদের। বলে দিয়েছেন, "ব্যক্তিগত ভাবে আমার স্বপ্ন সুপার লিগ, সুপার কাপ, এএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়া। তবে সত্যি এটা একটা স্বপ্নই। কারণ এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনাল মোটেই সহজ হবে না। আমরা মোটেই গ্রুপ পর্ব কিংবা কোয়ালিফায়ারের কথা বলছি না। প্রতিপক্ষ আরও শক্তি নিয়ে আমাদের সামনে হাজির হবে। আমাদের সেই লড়াইয়ের জন্য প্রস্তুত।থাকতে হবে। ৬-৭ ঘন্টার কড়া অনুশীলনের থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ২ ঘন্টার কোয়ালিটি অনুশীলন।"