Advertisment

গত সিজনেই ISL জেতেন বাগান জার্সিতে! সেই দুর্ধর্ষ স্ট্রাইকারকে ছিনিয়ে নিল হায়দরাবাদ

বাগানের আইএসএল চ্যাম্পিয়ন বিদেশি এবার অন্য দলে

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহনবাগানে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় সই করেছিলেন জনি কাউকোর বদলি হিসাবে। তারপর মোহনবাগান আক্রমণের অন্যতম বিশ্বস্ত সৈনিক হয়ে উঠেছিলেন। সেই ফেডেরিকো গ্যালেগো এবার সই করতে চলেছেন হায়দরাবাদ এফসির হয়ে। আইএসএল-এ সদ্য উন্নীত পাঞ্জাব এফসির অফারও ছিল তাঁর কাছে। তবে তিনি কোনর নেস্টরের হায়দরাবাদ এফসিতেই যোগ দিতে চাইছেন।

Advertisment

মোহনবাগান গত সিজনের শেষ দিকে চোট-আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল। জনি কাউকোর পাশাপাশি ফ্লোরেন্টিন পোগবাকেও হারাতে হয়েছিল গোটা সিজনের জন্য। তিরি তো গোটা সিজনেই খেলতে পারনেনি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় গ্যালেগোর সঙ্গেই সই করানো হয়েছিল পুইতিয়াকে। পোগবার জায়গা নিয়েছিলেন সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ।

ফাইনাল পর্যন্ত কোচ ফেরান্দো টানা সুযোগ দিয়েছিলেন উরুগুয়ের ফরোয়ার্ডকে। যদিও গ্যালেগো বাগান জার্সিতে গোলের দেখা পাননি। মরশুম শেষ হতেই মোহনবাগান আর চুক্তি নবীকরণ করার পথে হাঁটেনি তারকার জন্য।

মোহনবাগানে সই করার আগে তিনি খেলছিলেন উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের সুদ আমেরিকায়। উরুগুয়ের বিভিন্ন ডিভিশনের হয়ে লিভারপুল মন্তেভিডিও, বস্টন রিভার, আর্জেন্টিনীয় লিগে আর্জেন্টিনস জুনিয়র্স, গুয়েতামালায় কমিউনিকেশিওনেস-এর মত ক্লাবে খেলেছেন। ২০১৮/১৯ মরশুমে লোনে প্ৰথমবার নর্থ ইস্ট ইউনাইটেডে সই করেছিলেন। পরের তিন মরশুম নর্থ ইস্টের হয়েই খেলেছেন। বার্তামিউ ওগবেচের সঙ্গে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। তাঁর আইএসএলে খেলার অভিজ্ঞতার জন্যই এটিকে মোহনবাগান তাঁকে সই করিয়েছিল মাত্র ছয় মাসের জন্য। নিখুঁত পাস বাড়াতে পারে। সেই সঙ্গে গোল করতেও পারেন সুয়ারেজের দেশের এই তারকা। নর্থ ইস্ট থেকে বিদায় ঘটেছিল ইনজুরির কারণে।

এবার নতুন দলের জার্সিতে গ্যালেগো পুরোনো ফর্মে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment