Advertisment

ATK vs Hyderabad FC: কোথায়, কখন দেখবেন, জানুন

কেরলের মতো হায়দরাবাদের বিপক্ষেও এটিকের প্রধান অস্ত্র রয় কৃষ্ণ এবং জাভি হার্নান্ডেজ। মাইকেল সুসাইরাজ থাকবেন গোলের বল সাপ্লাই করার দায়িত্বে। নতুন দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজও পাবেন হাবাসরা।

author-image
IE Bangla Web Desk
New Update
atk vs hyderabad fc

এটিকে ও হায়দরাবাদের কোচ হাবাস ও ফিল ব্রাউন (আইএসএল)

ISL 2019: প্রথম ম্যাচে কেরলের বিপক্ষে দারুণ শুরু করেছিল এটিকে। কার্ল ম্যাকহিউজের গোলে এটিকে শুরুতেই লিড নিয়ে নিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। জঘন্য রক্ষণ এবং আপফ্রন্টে গোল করার ব্যর্থতায় কেরল এটিকেকে ২-১ গোলে হারিয়ে দেয় ঘরের মাঠে। জোড়া গোল করে যান কেরল তারকা ওগবেচে। কেরলের মতো হায়দরাবাদের বিপক্ষেও এটিকের প্রধান অস্ত্র রয় কৃষ্ণ এবং জাভি হার্নান্ডেজ। মাইকেল সুসাইরাজ থাকবেন গোলের বল সাপ্লাই করার দায়িত্বে। নতুন দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজও পাবেন হাবাসরা।

Advertisment

নতুন দল হলেও হায়দরাবাদের ফুটবলাররা ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। তারকা ফুটবলার মার্সেলিনহো, মার্কো স্ট্যানকোভিচ হায়দরাবাদের আক্রমণের প্রধান ভরসা। হায়দরাবাদ কোচ ফিল ব্রাউনও শুরুর ম্যাচ জয় চাইছেন।

হায়দরাবাদের আক্রমণে অবশ্য আরও অস্ত্র রয়েছে। জামাইকার ফরোয়ার্ড জাইলস বার্নেস এবং ব্রাজিলিয়ান বোবো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন হায়দরাবাদের অভিষেক টুর্নামেন্টে ভাগ্য নির্ধারণে। ধাক্কা একটাই। ফেডারেশনের নির্বাসনের কোপে পড়ে নেস্টর গর্দিলো ডিসেম্বর পর্যন্ত আইএসএলে খেলতে পারবেন না।

আরও পড়ুন ISL 2019: হায়দরাবাদের অভিষেক ম্যাচেই জয়ে ফিরতে চায় এটিকে

এটিকে বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কবে?
এটিকে এটিকে বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি ২৫ অক্টোবর, শুক্রবার।

এটিকে বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কোথায় হবে?
এটিকে বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি সল্টলেক যুবভারতীর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এটিকে বনাম হায়দরাবাদ ম্যাচ কখন শুরু হবে?
এটিকে বনাম হায়দরাবাদ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।

এটিকে বনাম হায়দরাবাদ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
এটিকে বনাম হায়দরাবাদ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।

এটিকে বনাম হায়দরাবাদ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-

এটিকে সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, আগাস গার্সিয়া, কার্ল ম্যাকহিউজ, প্রবীর দাস, প্রণয় হালদার, শেহনাজ সিং, জাভি গার্সিয়া, মাইকেল সুসাইরাজ, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ

হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ: কমলজিৎ সিং, আশিস রাই, ম্যাথিউ কিলগ্যালন, রাফা লোপেজ, সাহিল পানওয়ার, আদিল খান, মার্কো স্ট্যানকোভিচ, মার্সেলিনহো, রালতে, বোবো, রবিন সিং

Read the full article in ENGLISH

ATK ISL 2018
Advertisment