Advertisment

ATK vs Jamshedpur FC: কোথায়, কখন দেখবেন, জানুন

ATK vs Jamshedpur FC, ISL 2019: প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করেছিল এটিকে। তবে তারপর টানা দু-ম্যাচে জয় পেয়েছে। পরপর হারিয়েছে চেন্নাই ও হায়দরাবাদ এফসিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
David Williams and Roy Krishna, ATK vs Jamshedpufootball score updatesr FC live

David Williams and Roy Krishna, ATK vs Jamshedpufootball score updatesr FC live

ISL 2019: শনিবারেই যুবভারতীতে মুখোমুখি জামশেদপুর এফসি এবং এটিকে। দুই দলই পয়েন্ট তালিকায় প্রথম চারের মধ্যে রয়েছে। জামশেদপুর যেমন ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এটিকে সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।

Advertisment

প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে হার দিয়ে অভিযান শুরু করেছিল এটিকে। তবে তারপর টানা দু-ম্যাচে জয় পেয়েছে। পরপর হারিয়েছে চেন্নাই ও হায়দরাবাদ এফসিকে। অন্যদিকে, তৃতীয়বার টুর্নামেন্টে খেলতে নেমে সবথেকে ভাল সূচনা এবারেই করেছে জামশেদপুর। এটিকের রক্ষণ দারুণ ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত মাত্র দু-গোল হজম করেছে এটিকে। পাশাপাশি, আক্রমণভাগও দুরন্ত ফর্মে খেলছে। শেষ দু-ম্য়াচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে।

এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ কবে?
এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচটি ৯ নভেম্বর, শনিবার।

এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ কোথায় হবে?
এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচটি সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ কখন শুরু হবে?
এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।

এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।

এটিকে বনাম জামশেদপুর এফসি ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-

এটিকে সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউজ, অগাস্টিন ইনিগুয়েজ, প্রবীর দাস, প্রণয় হালদার, জয়েশ রাণে, এডু গার্সিয়া, মাইকেল সুসাইরাজ, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ

ISL 2018 ATK
Advertisment