ATK vs Kerala Blasters, ISL 2019: আইএসএলের ঢাকে কাঠি পড়ে গেল রবিবারেই। অ্যাটলেটিকো ডি কলকাতা বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ষষ্ঠ মরশুমের আইএসএল। দু-দলই আইএসএল-এর অন্যতম সফলতম দল। এর আগে দু-দলই দু-বার করে তারকাখচিত এই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কেরলের কোচিংয়ের দায়িত্বে এলকো শ্যাতোরি। যিনি এর আগে নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন। তবে কেরালার কোচ হিসেবে তাঁর দায়িত্ব এবং চাপ অনেক বেশি। অন্যদিকে, অ্যাটলেটিকো দি কলকাতার কোচের জোব্বা গায়ে প্রত্যাবর্তন ঘটেছে স্প্যানিশ মাস্টার অ্যান্তোনিও লোপেজ হাবাসের।
শুরুর ম্যাচেই ঘরের বিপু ফুটবল পাগল দর্শকদের জনসমর্থন অ্যাডভান্টেজ কেরালার। কিছুটা পিছিয়ে থেকেই এটিকে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে। সাসপেনশনে থাকার কারণে এটিকে পাবে না তাঁদের সেরা দুই অস্ত্র জবি জাস্টিন এবং আনাস ইডাথিডোকাকে। গত দু-মরশুম ধরে কেরালা সেভাবে সফল নয়। তাই ভারতীয় পরিবেশে কোচিংয়ে অভিজ্ঞ এলকো শ্যাতোরির হাত ধরে পুরো বিদেশি কোটা নতুন করে সাজিয়েছে দক্ষিণী দলটি। বার্থালোমিউ ওগবেচে, জিয়ান্নি জুইভারলুইন, মারিও আরকোয়েসের মতো তারকাদের পাশে প্রতিশ্রুতিমান রাফায়েল মেসি বৌলিকে সই করানো হয়েছে। দেশীয় তারকাদের মধ্যে রয়েছেন সদ্য জাতীয় দলের জার্সিতে খেলা সাহাল আবদুল সামাদ। তবে প্রথম ম্যাচেই সন্দেশ জিংঘানের না থাকা বড়সড় ধাক্কা কেরালার।
অন্যদিকে, এটিকে তাঁদের সেরা দুই অস্ত্রকে না পেলেও জয়ের লক্ষ্যেই নামছে অ্যাওয়ে ম্যাচে। হাবাসের হাত ধরে এটিকে কর্তারা এই মরশুমে বেশ খরচ করেছেন। ফিজির আন্তর্জাতিক তারকা রয় কৃষ্ণ, ভারতীয় পরিবেশে অভ্যস্ত এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, জন জনসনরা আক্রমণাত্মক ফুটবল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ কবে?
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি ২০ অক্টোবর, রবিবার।
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ কোথায় হবে?
আইএসএলের উদ্বোধনী এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি কোচির জওহরলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ কখন শুরু হবে?
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।
এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-এ
এটিকে সম্ভাব্য একাদশ: ধীরজ সিং, রয় কৃষ্ণ, এডু গার্সিয়া, জয়েশ রাণে, ডেভিড উইলিয়ামস, প্রণয় হালদার, শেহনাজ সিং, রিকি লালমাউমা, অগাস্টিন ইনিগুয়েজ, জন জনসন
কেরালা সম্ভাব্য একাদশ: বিলাল খান, ওগবেচে, স্যামুয়েল, লালমুয়ানপুইয়া, সিডোঞ্চা, রাহুল কেপি, মুস্তাফা নিং, সাহাল আবদুল সামাদ, মহম্মদ রাকিপ, লালরুয়াথারা, জিয়ান্নি জুইভারলুইন, জাইরো
Read the full article in ENGLISH