প্রথম ম্যাচেই হারতে হয়েছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। তাই দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হাবাসের এটিকে। আইএসএলে এবারেই প্রথম অন্তর্ভূক্ত হয়েছে হায়দরাবাদ এফসি। শুরুর ম্যাচেই যুবভারতীতে তাদের সামনে এটিকে।
প্রথম ম্যাচে কেরলের বিপক্ষে দারুণ শুরু করেছিল এটিকে। কার্ল ম্যাকহিউজের গোলে এটিকে শুরুতেই লিড নিয়ে নিয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। জঘন্য রক্ষণ এবং আপফ্রন্টে গোল করার ব্যর্থতায় কেরল এটিকেকে ২-১ গোলে হারিয়ে দেয় ঘরের মাঠে। জোড়া গোল করে যান কেরল তারকা ওগবেচে।
হারলেও প্রথম ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা ভাবিত নন হাবাস। হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামার আগে স্প্যানিশ কোচ জানিয়ে দিয়েছেন, "আমাদের দলে আরও ভারসাম্য প্রয়োজন। প্রত্যেক ফুটবলারকেই উন্নতি করতে হবে। কেরল ম্যাচে আমাদের গোল করার অনেক সুযোগ এসেছিল। ওই হার আমাদের প্রাপ্য নয়। যাইহোক, আপাতত কেরলের বিপক্ষে হার ভুলে সামনের দিকে তাকাতে হবে।"
আরও পড়ুন জোড়া গোলে নায়ক ওগবেচে, হেরে অভিযান শুরু এটিকের
কেরলের মতো হায়দরাবাদের বিপক্ষেও এটিকের প্রধান অস্ত্র রয় কৃষ্ণ এবং জাভি হার্নান্ডেজ। মাইকেল সুসাইরাজ থাকবেন গোলের বল সাপ্লাই করার দায়িত্বে। নতুন দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজও পাবেন হাবাসরা। তিনি বলছেন, "আমার মাথায় জয় ছাড়া আর অন্য কিছু নেই। আগামীকাল আমাদের জিততেই হবে। সমস্ত রণকৌশল মাঠে ঠিকঠাক প্রয়োগ করতে হবে।"
নতুন দল হলেও হায়দরাবাদের ফুটবলাররা ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। তারকা ফুটবলার মার্সেলিনহো, মার্কো স্ট্যানকোভিচ হায়দরাবাদের আক্রমণের প্রধান ভরসা। হায়দরাবাদ কোচ ফিল ব্রাউনও শুরুর ম্যাচ জয় চাইছেন। ব্রাউন বলছেন, "পুণে সিটি এফসি-র অর্ধেক ফুটবলার আমাদের স্কোয়াডে রয়েছে। দুই বিদেশি রয়েছে মার্সেলিনহো এবং স্ট্যানকোভিচ। মার্কো ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই রপ্ত হয়ে পড়েছে। মার্সেলিনহো আবার এমন একজন যে যেকোনও ম্যাচ একাই জিতিয়ে দিতে সক্ষম।"
হায়দরাবাদের আক্রমণে অবশ্য আরও অস্ত্র রয়েছে। জামাইকার ফরোয়ার্ড জাইলস বার্নেস এবং ব্রাজিলিয়ান বোবো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন হায়দরাবাদের অভিষেক টুর্নামেন্টে ভাগ্য নির্ধারণে। ধাক্কা একটাই। ফেডারেশনের নির্বাসনের কোপে পড়ে নেস্টর গর্দিলো ডিসেম্বর পর্যন্ত আইএসএলে খেলতে পারবেন না।
এত সব হিসেব নিকেশের মধ্যে হায়দরাবাদের ইংরেজ কোচ ব্রাউন দারুণভাবে টুর্নামেন্ট শুরু করার বিষয়ে আশাবাদী। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, "নতুন দল হিসেবে নতুন লিগে খেলতে নেমে আইএসএল-এর ব্র্যান্ড তুলে ধরার দায়িত্ব অনেকটাই আমাদের রয়েছে। আইএসএলে দশ দল খেললেও আমাদের আলাদা কোনও পরিচিতি নেই। আমাদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে হবে। সামনের ১১-১২ দিনে চারটে ম্যাচ খেলতে হবে আমাদের। আশা করি, সেই সময়ের মধ্যে নিজস্ব পরিচিতি তৈরি করতে ফেলতে সমর্থ হব আমরা।"
ব্রাউন বাহিনী শুরুর ম্যাচেই ঝলক দেখাবে, নাকি হাবাসের পেপটকে ঘুরে দাঁড়াবে এটিকে, সেটাই আপাতত দেখার।