Advertisment

সবুজ মেরুনে কি নাম লেখাচ্ছেন সুপারস্টার মান্দজুকিচ! বিশাল আপডেট দিলেন কোচ হাবাস

Mario Mandzukic in ISL ATKMB: মারিও মান্দজুকিচ এবার হয়ত আসছেন আইএসএলে। এটিকে মোহনবাগানের হয়ে খেলতে। জুটি বাঁধতে দেখা যেতে পারে রয় কৃষ্ণের সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইএসএল দিয়েগো ফোরলানকে দেখেছে। রবার্তো কার্লোসোর বাঁকানো ফ্রি কিকের সাক্ষী থেকেছে। লুইস গার্সিয়া, রবার্তো পিরেস, মার্কো মাতেরাজ্জি, এলানো ব্লুমার, রবি কিনের মত সুপারস্টারকে পেয়েছে ভারতীয় ফুটবল। তবে আসন্ন আইএসএল সম্ভবত সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়ার অপেক্ষায়। কারণ মারিও মান্দজুকিচের মত মহাতারকা নাম লেখাতে চলেছেন আইএসএলে। সবকিছু ঠিকঠাক থাকলে ক্রোয়েশিয়ান তারকা চাপাতে পারেন সবুজ মেরুন জার্সি।

Advertisment

এসি মিলানের জার্সি গায়ে চাপিয়েছিলেন শেষবার। চোটের জন্য সেভাবে সিরি-আ তে নিজেকে মেলে ধরতে পারেননি। খেলতে না পারায় বেতন নিতেও অস্বীকার করেছেন ক্রোট মহাতারকা। কার্লোস, রবার্তো পিরেসদের মত গ্ল্যামারের ছটা হয়ত নেই, তবে আইএসএলের কোনো ক্লাবে ইউরোপের হেভিওয়েট ক্লাবে সদ্য খেলে আসা ফুটবলারের যোগদানের নজির আর নেই। কেরিয়ারের শেষ দিকে লুইস গার্সিয়া, মাতেরাজ্জিরা মন মাতাতে পারেননি সেভাবে। সেদিক থেকে দেখতে গেলে মান্দজুকিচ কেরিয়ারের শেষ হওয়ার আগেই নাম লেখাচ্ছেন ভারতীয় ফুটবলে।

আরো পড়ুন: মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে অনেক ভাল! লাল-হলুদ কর্তাদের একহাত নিয়ে বিস্ফোরণ রাইডারের

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুরন্ত গোল করা এই মহাতারকা স্ট্রাইকারের সঙ্গে এটিকে মোহনবাগানের কথাবার্তা চলছে। এমনটাই জানা গিয়েছে। প্রাথমিক কথাবার্তা পেরিয়ে অনেকটাই অগ্রসর হয়েছে চুক্তির বিষয়টি।

কতটা? এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তনিও লোপেজ হাবাস মাদ্রিদ থেকে ইঙ্গিতপূর্ণ স্মাইলি দিলেন হোয়াটআপে। পরে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "ও ফ্রি প্লেয়ার। তবে ওঁকে পাওয়া কঠিন।" শোনা যাচ্ছে, মান্দুকিচের বিশাল বেতনই মূল সমস্যার। তবে দু তরফেই কথাবার্তা চালানো হচ্ছে। মান্দজুকিচ নিজেও ভারতে খেলতে আগ্রহী।

আরো পড়ুন: EXCLUSIVE: মারাদোনার সঙ্গে একটাও ছবি নেই! আক্ষেপ নিয়েই কফিনবন্দি দিয়েগোর ‘শিক্ষক’

৩৫ বছরের সুপারস্টার ইউরোপের এলিট স্ট্রাইকারদের অন্যতম। বায়ার্ন মিউনিখের জার্সিতে টানা তিন বছর দাপটে খেলেছেন। ৩৩টা গোলও রয়েছে তাঁর বাভারিয়ান্সদের হয়ে। তারপর আতলেতিকো মাদ্রিদ, জুভেন্তাস ঘুরে নাম লিখিয়েছিলেন এসি মিলানে। আতলেতিকোর হয়ে ১২ গোল, জুভেন্তাসের হয়ে ৩১গোল রয়েছে তাঁর সিভিতে। বছর তিনেক আগে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে গোল করেছিলেন ফ্রান্সের বিরুদ্ধে। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। দাভর সুকেরের (৪৫) ঠিক পরেই। রাশিয়া বিশ্বকাপের পরেই অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে। এমন সোনায় মোড়া ফুটবলার যদি আইএসএলে সই করেন, তাহলে তা ভারতীয় ফুটবল যে বিশ্ব ফুটবলে আরো চর্চার বিষয় হয়ে উঠবে, তাতে সন্দেহ নেই।

আরো পড়ুন: মাদারের কলকাতা এখনও হৃদয়ে, সাক্ষাৎকারে অকপট মেসি-মারাদোনার আদরের ‘বুরু’

জনি কাউকোকে সই করিয়ে আগেই মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে এটিকেএমবি। এরপরে রয় কৃষ্ণের সঙ্গে কি জুটি বাঁধবেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ মান্দজুকিচ? আপাতত সময়ই উত্তর দেবে এর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo Indian Football ATK ISL atk-mohun-bagan
Advertisment