Advertisment

মোহনবাগান দিবসে চমক হতে পারেন পোগবা! বড় ঘোষণার পথে সবুজ মেরুন শিবির

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে শীঘ্রই চলে আসছেন পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা।

author-image
Subhasish Hazra
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে এবার মোহনবাগান দিবসে চমক হিসাবে আবির্ভূত হতে পারেন পোগবা, ফ্লোরেন্তিন পোগবা। ফুটবল বিশ্ব তোলপাড় করে যে খবর কয়েকদিন আগেই ঘোষণা করে দিয়েছে এটিকে মোহনবাগান। সেই তারকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মঞ্চ হতে পারে ২৯ জুলাই। মোহনবাগান দিবসে।

Advertisment

সবকিছু ঠিকঠাক থাকলে এবার মোহনবাগান দিবসে চমক হিসাবে আবির্ভূত হতে পারেন পোগবা, ফ্লোরেন্তিন পোগবা। ফুটবল বিশ্ব তোলপাড় করে যে খবর কয়েকদিন আগেই ঘোষণা করে দিয়েছে এটিকে মোহনবাগান। সেই তারকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশের মঞ্চ হতে পারে ২৯ জুলাই। মোহনবাগান দিবসে।

সূত্রের খবর, জুলাই মাসের শেষের দিকে ভারতে পা রাখছেন পল পোগবার দাদা। ক্লাবের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে নিরন্তর। জানিয়ে দেওয়া হয়েছে অনুশীলনের দিনক্ষণও। সেই মত এই জুলাইয়ের শেষ সপ্তাহেই শহর কলকাতায় আগমন ঘটতে পারে ফ্লোরেন্তিনের। আর তিনি যদি মোহনবাগান দিবসের আগে কলকাতায় চলে আসেন, তখন সবুজ মেরুন প্রাঙ্গণে পা পড়তে পারে সুপারস্টারের।

আরও পড়ুন: হাবাস যা বুঝেছেন, সেটাই করেছেন! ফেরান্দোর সঙ্গে তুলনা টেনে মুখ খুললেন প্রবীর

এর আগে ক্লাবের বারপুজোতেও কোচ ফেরান্দো সহ বেশ কিছু ফুটবলার হাজির ছিলেন সবুজ মেরুন মাঠে। তাই এবার মোহনবাগান দিবসে গিনির জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সবুজ মেরুন শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, "শুধু পোগবা নন, মোহনবাগান দিবসের আগে গোটা দলই কলকাতায় হাজির হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় টিম থাকবে কিনা, ঠিক হয়নি। তবে অনুশীলন হতে পারে। পুরো বিষয় আমরা আগামীদিনে জানিয়ে দেব। তবে আলাদা করে পোগবাকে নিয়ে কোনও প্ল্যানিং হয়নি। কারণ মোহনবাগানে সমস্ত ফুটবলারকেই সমান গুরুত্ব দেওয়া হয়।"

আরও পড়ুন: ফ্লোরেন্তিনের পর নয়া চমক! পোগবার বন্ধুকে সই করাল কলকাতার এই প্রধান

জানা গিয়েছে এই কয়েকদিন সিনিয়র পোগবা ইন্টারনেট ঘেঁটে কলকাতা, ভারত, শহরের ফুটবল ক্রেজ সম্পর্কে অনেককিছুই জেনেছেন। ভারতে পা রাখতে উদগ্রীব তিনি। কলকাতার পা রাখার আগেই অনুশীলন চালু করে দিয়েছেন ফ্রান্সে, ব্যক্তিগত উদ্যোগে। যাতে একদম ফিট হয়ে ফেরান্দোর অনুশীলনে তিনি যোগ দিতে পারেন।

আপাতত পল পোগবার দাদা কবে শহরে পদার্পন করেন, সেদিকে চাতক পাখির অপেক্ষায় সবুজ মেরুন সমর্থকরা।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment