মোহনবাগান দিবসের ঠিক একদিন আগেই সুখবরে ভাসতে পারেন সবুজ মেরুন সমর্থকরা। আবেগের অনুষ্ঠানের ঠিক একদিন আগেই যে কলকাতায় পা পড়তে চলেছে পল পোগবার দাদা ফ্লোরেন্তিনের। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ তারিখ প্যারিস থেকে ফ্লোরেন্তিন রওনা হচ্ছেন ভারতের উদ্দেশ্যে।
২৮ তারিখ ঠিক মাঝরাত ১২.৩০-এ দমদম বিমানবন্দরে নামবেন সুপারস্টার। আগামীকাল বুধবার ভিসার জন্য আবেদন করবেন ফ্লোরেন্তিন। মাঝরাতেও সমর্থকদের ঢল নামতে পারে বিমানবন্দরে।
আরও পড়ুন: শিবদাস ভাদুড়ির নামে পুরস্কার, আমন্ত্রিত নয় ক্যাপ্টেনের পরিবারই! মোহনবাগান দিবসের আগে বড় বিতর্ক
বিখ্যাত পল পোগবার দাদাকে সই করিয়ে এক মাস আগে চমকে দিয়েছিল সবুজ মেরুন শিবির। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব থেকে পোগবাকে তুলে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয় এটিকে মোহনবাগান। পল পোগবাও এবার ম্যাঞ্চেস্টার ছেড়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। নিজের দলবদলের মাঝেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা দাদাকে এটিকে মোহনবাগান যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্রের খবর বলছে, মোহনবাগানের অনুশীলন শুরু হবে একেবারে মোহনবাগান-দিবস থেকেই। সকালে অনুশীলন করতে মাঠেই জড়ো হবেন ফুটবলাররা। পোগবা তো বটেই গোটা দলই হাজির থাকবেন মোহনবাগান দিবসে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাতেই প্ৰথম জানানো হয়েছিল ফ্লোরেন্তিন পোগবা সহ গোটা মোহনবাগান স্কোয়াড হাজির থাকতে পারে বাগান-দিবসের অনুষ্ঠানে। এর আগে খুঁটিপুজোয় কোচ ফেরান্দোর সঙ্গে হাজির ছিলেন বেশ কিছু তারকা ফুটবলার। এবার মোহনবাগান দিবসের দিনই সরকারিভাবে আত্মপ্রকাশ ঘটছে নতুন ফেরান্দো ব্রিগেডের।