Advertisment

কলকাতার সংস্থার হাত ধরেই ভারতীয় ফুটবলে ফের আতলেতিকো মাদ্রিদ! বিরাট ঘটনায় তোলপাড়

ফের ভারতীয় ফুটবলে ফিরল আতলেতিকো মাদ্রিদ

author-image
Subhasish Hazra
New Update
atk_isl

২০১৭ পর্যন্ত এটিকে দাপিয়ে খেলেছিল আইএসএল-এ

ভারতীয় ফুটবলে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের আগমন ঘটেছিল আইএসএলের প্রারম্ভিক পর্যায়ে। কলকাতা গেমস এন্ড স্পোর্টস-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল-এ সফলতম ফ্র্যাঞ্চাইজির জন্ম দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। আতলেতিকোর সঙ্গেই যেখানে শেয়ার ছিল সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, উৎসব পারেখ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০১৭ পর্যন্ত সেই এটিকে নামে আলোড়ন তৈরি করা ফ্র্যাঞ্চাইজি দাপিয়ে খেলেছিল আইএসএল-এ।

Advertisment

এরপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সঞ্জীব গোয়েঙ্কা আতলেতিকো মাদ্রিদের শেয়ারের অঙ্ক কিনে নেবেন। তারপর মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হবে এটিকে (পরিবর্তিত আমার তোমার কলকাতা)। নতুন নাম হবে এটিকে-মোহনবাগান। এরপরে আবার টুইস্ট। সবুজ মেরুন সমর্থকদের দীর্ঘ প্রতিবাদে সংযুক্তিরকরণের তিন বছর পরেই এটিকে লুপ্ত করার ঘোষণা করবেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

ভারতীয় ফুটবলে কলকাতা থেকে সরে যাওয়ার ঠিক ছয় বছর পর ফের প্রত্যাবর্তন ঘটল আতলেতিকো মাদ্রিদের। এবার আইলিগে সদ্য প্রমোশন পাওয়া ইন্টার কাশির সঙ্গে গাঁটছড়া বাঁধল স্প্যানিশ জায়ান্টরা। ঘটনাচক্রে এবারেও কলকাতা র সংস্থা আরডিবি গ্রুপের সঙ্গে চুক্তি হল মাদ্রিদের দলটির। ইন্টার কাশির সঙ্গে অবশ্য শুধু আতলেতিকো মাদ্রিদই নয়, জেরার্ড পিকের মালিকানাধীন এফসি আন্ডোরা, ইন্টার এসকালাদেসের সঙ্গেও সংযুক্তি ঘটল।

ডিরেক্ট কর্পোরেট এন্ট্রির মাধ্যমে আরডিবি গ্রুপ আইলিগে অংশ নেবে। দলটির কোচ হচ্ছেন আইএসএল-এ জামশেদপুর এফসির প্রাক্তন কোচ কার্লোস সান্তামারিনা।

সবমিলিয়ে ভারতীয় ফুটবলে আতলেতিকো মাদ্রিদের হাত ধরে যে নতুন যুগের সূচনা হতে চলেছে, তাতে সন্দেহ নেই।

atk-mohun-bagan Indian Football ATK
Advertisment