Advertisment

বছরের সেরা প্রত্যাবর্তন জোকারের, পুরস্কৃত নাদাল-ফেডেরারও

পুরুষদের টেনিসে ‘বিগ থ্রি’ নামেই পরিচিত নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেডেরার। এই খেলার সেরা ত্রয়ীকে পুরস্কৃত করল এটিপি (অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস)।

author-image
IE Bangla Web Desk
New Update
ATP World Tour Awards 2018

এটিপি ওয়ার্ল্ড ট্যুর অ্যাওয়ার্ডসে চাঁদের হাট (ছবি টুইটার)

পুরুষদের টেনিসে ‘বিগ থ্রি’ নামেই পরিচিত নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেডেরার। এই খেলার সেরা ত্রয়ীকে পুরস্কৃত করল এটিপি (অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস)। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হল এটিপি ওয়ার্ল্ড ট্যুর অ্যাওয়ার্ডস। মরসুম শেষেই এই পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisment

প্রত্য়াশিত ভাবেই ‘কামব্য়াক প্লেয়ার অফ দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিক হয়েছেন সার্বিয়ান স্টার জকোভিচ। এটিপি-র খেলোয়াড়দের ভোটেই বিজয়ীকে বেছে নেওয়া হয়। চলতি মরসুমের দ্বিতীয়ার্ধে জোকার দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। প্রাক্তন এক নম্বর ২২ নম্বরে নেমে এসেছিলেন। কনুুইয়ের অস্ত্রোপচারের পরেই কোর্টে ফিরে উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন ছিনিয়ে নেন তিনি। সিনসিনাটি ও শাংহাই মাস্টার্সও জেতেন তিনি। জোকারের কোচ মারিয়ান ভাজদা হয়েছেন এটিপি-র বর্ষসেরা কোচ। অনান্য কোচেদের ভোটের ভিত্তিতেই এই পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ের মগডালেই নাদাল-হালেপ

নাদাল জিতেছেন স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে, পেশাদারিত্ব ও কোর্টের বাইরে ন্য়ায়পরায়ণতার বিচারেই এই পুরস্কার দেওয়া হয়। ২০০৪ থেকে নাদাল ও ফেডেরার এই পুরস্কার মঞ্চে আধিপত্য দেখিয়েছেন। কিন্তু সুইজারল্যান্ডের বাসিন্দা শেষ সাতবার নিয়ে মোট ১৩ বার এই পুরস্কার পেয়েছেন। ফ্যানেরা তাঁদের প্রিয় খেলোয়ড় হিসেবে ফের একবার ফেডেরারকেই বেছে নিয়েছেন। এই নিয়ে টানা ১৬ বছর এই পুরস্কার উঠল তাঁর হাতে।

এটিপি-র পুরস্কার প্রাপকদের তালিকা:

এটিপি ওয়ার্ল্ড ট্যুর নাম্বার ওয়ান: (এটিপি-র র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই তালিকা): নোভাক জকোভিচ

কামব্য়াক প্লেয়ার অফ দ্য ইয়ার: নোভাক জকোভিচ

এটিপি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডাবলস টিম: ওলিভার মারাক ও মেট প্যাভিক

মোস্ট ইমপ্রুভড প্লেয়ার অফ দ্য ইয়ার: স্টেফানোস টিটসিয়াপাস

নিউকামার অফ দ্য ইয়ার: অ্যালেক্স ডে মিনাউর

স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড: রাফায়েল নাদাল

আর্থার অ্যাশ হিউম্যানিটেরিয়ান অফ দ্য ইয়ার: টমি রোর্বেড্রো

এটিপি কোচ অফ দ্য় ইয়ার: মারিয়ান ভাজদা (নোভাক জকোভিচ)

এটিপি ওয়ার্ল্ড ট্যুরডটকম ফ্যানস’ ফেভারিট প্রেসেন্টেড (সিঙ্গালস): রজার ফেডেরার

এটিপি ওয়ার্ল্ড ট্যুরডটকম ফ্যানস’ ফেভারিট প্রেসেন্টেড (ডাবলস): মাইক ব্রায়ান ও জ্যাক সক

রন বুকম্যান মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড: সু বার্কার (বিবিসি)

এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট অফ দ্য ইয়ার: বিএনপি পরিবাস ওপেন (ইন্ডিয়ান ওয়েলস)

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ৫০০ টুর্নামেন্ট অফ দ্য ইয়ার: ফিভার-ট্রি চ্যাম্পিয়নশিপস (কুইন’স ক্লাব)

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ২৫০ টুর্নামেন্ট অফ দ্য ইয়ার: ইনট্রাম স্টকহোম ওপেন (স্টকহোম)

Novak Djokovic
Advertisment