Beau Webster called up for maiden test debut in Border Gavaskar Trophy: প্ৰথম টেস্টে শোচনীয়ভাবে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া এবার স্কোয়াডে যোগ করতে চলেছে অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে।
একাধিক অজি প্রচারমাধ্যমে বলা হয়েছে, মিচেল মার্শের বোলিংয়ের ধকল সামলানোর জন্য তাঁর কভার হিসেবে যোগ করা হচ্ছে ওয়েবস্টারকে। পারথ টেস্টের পরেই ক্যাপ্টেন প্যাট কামিন্স দলের আশঙ্কা বাড়িয়ে বলেছিলেন, "ম্যাচের শেষের দিকে মার্শের কিছুটা সমস্যা হচ্ছিল। তবে ফিট হয়ে ওঠার জন্য সামনে ১০ দিন সময় পাচ্ছে ও।"
কোনও কারণে মার্শ নির্ধারিত সময়ে ফিট না হয়ে উঠতে পারলে বিউ ওয়েবস্টার এদিলেডে দিন-রাতের টেস্টে অভিষেক ঘটাবেন।
কে এই বিউ ওয়েবস্টার
দক্ষিণ তাসমানিয়ার ক্রিকেটার। শেফিল্ড শিল্ডে দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছেন টানা দুটো সিজনে। এই সময়পর্বে ওয়েবস্টার ১৭৮৮ রান করেছেন ৫১.০৮ গড়ে। পাঁচটা সেঞ্চুরি, নয়টা হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। একমাত্র ক্যামেরন ব্যানক্রফ্ট তাঁর থেকে বেশি রান করেছেন এই সময়সীমায়।
গত সিজনে ৩০টি উইকেটও নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতীয় এ দলের বিপক্ষে ম্যাকে এবং মেলবোর্নে দুটো ট্যুর ম্যাচেই ভালো পারফর্ম করেছিলেন। চার ইনিংসে ওয়েবস্টার ১৪৫ রান করেছিলেন। সঙ্গে নিয়েছেন ৭ উইকেটও। তার আগে কাউন্টিতে গ্লস্টারশায়ারের হয়ে ২৫০ রান করার পাশাপাশি কেরিয়ারের সেরা বোলিং ফিগার-ও এসেছিল ৬/১০০।
চলতি সপ্তাহেই তাসমানিয়াকে নেতৃত্ব দিয়ে নিউ সাউথ ওয়েলশ-এর বিপক্ষে জিতিয়েছেন ৫৫ রানে। দুই ইনিংসে নিজে ১১০ রান করার পাশাপাশি ৫ উইকেটও নিয়েছিলেন। তাসমানিয়া ক্যাপ্টেন জর্ডান সিল্ক সাংবাদিকদের বলেছিলেন, "ও একজন স্পেশ্যাল ক্রিকেটার।"
কেরিয়ারের শুরুতে অফস্পিন বোলিং করতেন। তবে করোনা অতিমারির সময়ে ২ মিটার উচ্চতার তারকা পেস বোলিংয়ে ঘষামাজা করে নিজেকে পেসার-অলরাউন্ডার হিসাবে গড়ে তুলেছেন। প্ৰথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করার পাশাপাশি ১৪৮ উইকেটও নিয়েছেন।