/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ls-IND-vs-WI-Dominica-Test-Ravichandran-Ashwin.jpg)
Team India: অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং-বোলিং চিন্তায় রেখেছে ভারতকে (টুইটার)
India vs Australia 3rd Test: এডিলেড টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারত পুরো ৮১ ওভারই ব্যাট করতে পারেনি। প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ১৮০ রান। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছে ১৭৫-এ।
এমন অবস্থায় তৃতীয় টেস্টের জন্য চেতেশ্বর পূজারা সরাসরি অশ্বিনকে বাদ দেওয়ার পরামর্শ দিলেন। বদলে গাব্বায় ওয়াশিংটন সুন্দরকে নামাতে বলছেন তিনি। "আমার মনে হয় দলে কেবলমাত্র একটিই বদল ঘটবে। ব্যাটিং যেহেতু দলের ভাল হয়নি। তাই অশ্বিনের জায়গায় ওয়াশিংটন সুন্দর ঢুকবে।" স্টার স্পোর্টস-এ বলেছেন ভারতের একসময়ের নির্ভরযোগ্য ব্যাটার।
প্ৰথম ইনিংসে ছোটখাটো ক্যামিও উপহার দিয়েছিলেন অশ্বিন। তবে দ্বিতীয় ইনিংসে কোনও অবদান রাখতে পারেননি। ওয়াশিংটন সুন্দর আবার পারথ টেস্টে সুযোগ পেয়ে দ্বিতীয় ইনিংসে ২৯ করলেও প্ৰথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। শেষবারের অস্ট্রেলিয়ান ট্যুরেও ওয়াশিংটন সুন্দর গাব্বায় খেলেছিলেন। ৩ উইকেটে রুদ্ধশ্বাস সেই ম্যাচে ভারত জয়লাভ করে। ওয়াশিংটনের ৬২ রানের ইনিংস ভারতের জয়ে ভূমিকা নিয়েছিল।
আরও পড়ুন: আম্পায়ারকে পাত্তা না দিয়ে বারবার আউটের উদযাপন! নতুন অভিযোগে ছিন্নভিন্ন সিরাজ, তুঙ্গে বিতর্ক
ব্যাটিং ছাড়াও ভারতের চিন্তার জায়গা থাকছে বোলিংয়েও। জসপ্রীত বুমরার স্পেল খতম হয়ে গেলে কে উইকেট তোলার দায়িত্ব নেবে, তা নিয়েও শুরু হয়েছে দুশ্চিন্তা। পারথ টেস্টে দুরন্ত অভিষেক ঘটানো হর্ষিত রানা এডিলেডে ট্র্যাভিস হেডের ব্যাটের মুখে যথেচ্ছ রান বিলিয়েছেন।
পূজারা যদিও হর্ষিতকে আরও এক ম্যাচ খেলানোর পক্ষপাতী। হর্ষিত রানার বদলে কি অন্য কাউকে অন্তর্ভুক্ত করা যায়? আমার মতে- না! ওঁকে ব্যাক করার পরে পারথে ভালো পারফর্ম করেছিল। যদিও দ্বিতীয় ম্যাচ খারাপ গিয়েছে।"
"তবে দলের উচিত ওঁকে সমর্থন জোগানো। ও ভালো বোলার। স্রেফ এক ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে ওঁকে বাদ দেওয়া ঠিক হবে না। টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটা দেখার। তবে আমার মনে হয় না একটি বদল বাদে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে টিম ইন্ডিয়া। ওঁদের যদি মনে হয়, ব্যাটিং আরও শক্তিশালী করবে, তাহলে ওয়াশিংটনকে খেলাতে পারে অশ্বিনের জায়গায়।" বলেছেন পূজারা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us