Advertisment

Josh Hazlewood ruled out: সেরার সেরা বোলারকে গোলাপি টেস্টের আগেই হারাল অস্ট্রেলিয়া! বিধ্বংসী ভারতের সামনে আরও চাপে অজিরা

Australia Squad for Pink Ball test against India: এডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টেই খেলতে পারবেন না জস হ্যাজেলউড। নেওয়া হল দুই নতুন তারকাকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

AUS vs IND: পারথে শোচনীয়ভাবে হেরেছে অস্ট্রেলিয়া (বিসিসিআই)

Australia vs India: এডিলেডে পিঙ্ক বলের টেস্টে খেলতে নামার আগেই বিপদে পড়ল অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেনের জন্য ছিটকে গেলেন জস হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার সকালে জানিয়েছে, "বাঁ দিকে লো গ্রেডের ইনজুরি রয়েছে। তাই জস হ্যাজেলউড খেলতে পারবেন না। তবে হ্যাজেলউড দলের সঙ্গে এডিলেডে থাকবেন। বাকি সিরিজের জন্য প্রস্তুতি সারবেন।"

Advertisment

অজি নির্বাচকরা দ্বিতীয় টেস্টে দিন রাতের ম্যাচের জন্য স্কোয়াডে দুই আনক্যাপড প্লেয়ারকে যুক্ত করেছেন- শন আবট এবং ব্রেন্ডন ডগেট। পারথ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্ৰথম ইনিংসে সেরা বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন হ্যাজেলউড। ভারত ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। হ্যাজেলউড ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে মাত্র ২৮ রান খরচ করে তুলে নেন ১ উইকেট।

গতবারের ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়েই এডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচেও হ্যাজেলউড সেরা পারফর্মার ছিলেন। ৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন।

কে এই ব্রেন্ডন ডগেট?

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে এই নিয়ে দ্বিতীয়বার ডাক পেলেন ডগেট। ২০১৮-র অক্টোবরে আরব আমিরশাহিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে কোচ জাস্টিন ল্যাঙ্গার তাঁকে খেলাননি। তিনি নিউ সাউথ ওয়েলশ-এর দক্ষিণে ওরমি সম্প্রদায়ের।

ভারতের বিরুদ্ধে তিনি অভিষেক ঘটালে পঞ্চম আদিবাসী অস্ট্রেলিয়ান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কীর্তি অর্জন করবেন। এই সম্প্রদায়ের হয়ে আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি রয়েছে জেসন গিলেসপি, ফেইথ থমাস, আশ গার্ডনার, স্কট বোল্যান্ড-এর। চলতি সিজনের শিল্ড গেমসে ডগেট ৩৪.২৭ গড়ে ১১ উইকেট দখল করেছেন।

শন অ্যাবট

শন অ্যাবট আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ নন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ২৬ টেস্ট, ২০ টি টি২০ ম্যাচ খেলে ফেলেছেন। অভিষেক হয়েছিল ২০১৪-র অক্টোবরে। সাম্প্রতিক সময়ে পারফর্ম করে অস্ট্রেলিয়ার টেস্ট দলের ঢোকার দাবি জানিয়েছেন। ২০২০/২১ সিজনেও ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ছিলেন।

গত বছর এসেজে ছিলেন অস্ট্রেলিয়ার রিজার্ভ স্কোয়াডে। চলতি সিজনের দুটো শিল্ড ম্যাচে অ্যাবট ১৯.৮৪ গড়ে ১৩ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে ৮৭ টি প্ৰথম শ্রেণির ম্যাচে অ্যাবটের উইকেট সংখ্যা ২৬১টি।

অস্ট্রেলিয়ার পরিমার্জিত স্কোয়াড প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Australia Cricket Team
Advertisment