Advertisment

Gautam Gambhir to return to India: বিস্ফোরক জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গম্ভীর, ছোট আপডেটে বড় বর্ডার গাভাসকার ট্রফিতে

Border Gavaskar Trophy: গম্ভীর অস্ট্রেলিয়ার মাটিতে প্ৰথমবার টিম ইন্ডিয়ার কোচ হয়েই পারথ টেস্ট জিতেছেন। বর্ডার গাভাসকার ট্রফি জয়ের চ্যালেঞ্জ তাঁর সামনে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Shardul Thakur, গৌতম গম্ভীর, শার্দূল ঠাকুর

Gautam Gambhir: টিম ইন্ডিয়ার বর্তমান কোচ গৌতম গম্ভীর (বিসিসিআই)

Gautam Gambhir to return to India from Border Gavaskar Trophy: টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর হঠাৎ ব্যক্তিগত কাজে দেশে চলে আসছেন। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পুনরায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

Advertisment

ডিসেম্বরের ৬ তারিখ থেকে এডিলেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ডাগ আউটে দেখা যাবে টিম ইন্ডিয়ার গুরুকে। বিসিসিআইয়ের এক সূত্র সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "গম্ভীর আমাদের জানিয়েছেন, উনি দেশে ফিরে যাবেন। এবং দ্বিতীয় টেস্ট শুরুর আগে জাতীয় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন। উনি ব্যক্তিগত কারণেই কথা উল্লেখ করেছেন। বিসিসিআই ওঁর অনুরোধ মঞ্জুর করেছে।"

বুধবার টিম ইন্ডিয়া ক্যানবেরা উড়ে যাবে। সেখানে আগামী শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের গোলাপি বলের এক প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। রবিবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কোচ গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ অভিষেক নায়ার, মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ টি দিলীপ ক্যাপ্টেন রোহিতের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুশীলন পর্ব তত্ত্বাবধানের কাজ করবেন।

সন্তান জন্মের পর প্ৰথম টেস্টে খেলতে পারেননি রোহিত। সোমবার তাঁকে পারথে অনুশীলনে দেখা গিয়েছিল। সেই সময় ফক্স স্পোর্টস-এর তরফে ধারাভাষ্যকারের ভুমিকায় থাকা ডেভিড ওয়ার্নার বলছিলেন, "লাঞ্চের বিরতিতে এখানে নেট অনুশীলনে রোহিত শর্মাকে দেখা যাচ্ছে। যিনি সদ্য এখানে পা রেখেছেন।"

ওয়ার্নার ফক্স ক্রিকেটে আরও বলছিলেন, "সতীর্থ বোলারদের বিপক্ষে ওঁকে বেশ ধারালো এবং সাবলীল লাগছে নেটে। ৬ ডিসেম্বর এডিলেডে পিঙ্ক বল টেস্টের আগে বেশ কয়েকজন ভারতীয় বোলারকে বল করতে দেখা যাচ্ছে রোহিতকে। দেখতে পেলাম মুকেশ কুমার কীভাবে দারুণ একটা বল করলেন। ক্যাপ্টেনকে এখানে দেখা যাচ্ছে দারুণভাবে বল সামলাচ্ছেন। এখানে ওঁকে দেখতে ভালোই লাগছে। ম্যাচে দেখতে পাওয়ার জন্য সকলে এখন অপেক্ষা করছেন।"

Gautam Gambhir BCCI Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment