Advertisment

Virat Kohli hits test century in Australia: ব্র্যাডম্যানকে পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতেই ইতিহাস! ১৬ মাস পরে কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল অজিরা

Border Gavaskar Trophy: যশস্বী জয়সওয়ালের পর ভারতীয় ইনিংসে সেঞ্চুরির খাতায় নাম লেখালেন বিরাট কোহলিও। একের পর এক রেকর্ড চুরমার হল তাঁর ব্যাটে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli, বিরাট কোহলি

Virat Kohli: পার্থ-এ সেঞ্চুরির পর বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই)

Virat Kohli scores Test century in Perth in Border Gavaskar Trophy: কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভালোবাসেন। কোহলি অস্ট্রেলিয়ায় খেলতে ভালোবাসেন। রবিবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরই একটা সেঞ্চুরির রেকর্ড যুক্ত হল তাঁর নামের পাশে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান করে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক টেস্ট শতরানের হিসাবে শচীনকে (৬টি সেঞ্চুরি) পেরিয়ে গেলেন।

Advertisment

অজি-ভূমে সফরকারী ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির নজির রয়েছে জ্যাক হবসের। নয়টি শতরান করেছেন। ওয়াল্টার হ্যামন্ডের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন তিনি। সমস্ত ফরম্যাট বিচার করলে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি শতরান রয়েছে কোহলিরই দখলে- ১০টি। ইংল্যান্ডের জ্যাক হবস ৯টি টেস্ট শতরান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে।

বর্ডার গাভাসকার ট্রফিতে সবথেকে বেশি শতরান: 
শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলির: ৯ টি করে
স্টিভ স্মিথ এবং রিকি পন্টিং: ৮ টি করে
মাইকেল ক্লার্ক: ৭ টি

কোহলি শতরান ছোঁয়া মাত্রেই ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ভারতের ইনিংসে ডিক্লেয়ার করে দেন ৪৮৭/৬-এ। অস্ট্রেলিয়াকে জয়ের জন্য চতুর্থ ইনিংসে চেজ করতে হবে ৫৩৪ রান। কোহলি নিজেই রেকর্ড শতরানে পৌঁছনোর পর দ্বিধায় ছিলেন। বলে বাউন্ডারি পেরিয়েছে কিনা, তা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে আম্পায়ার বাউন্ডারির সিগন্যাল দিতেই কোহলি হাসি মুখে হেলমেট খুললেন। গ্যালারিতে স্ত্রী অনুষ্কার দিকে ব্যাটে চুম্বনও ছুঁড়লেন।

টেস্টে ৩০তম শতরান করলেন। পারথে এটা কিং বিরাটের দ্বিতীয় টেস্ট হান্ড্রেড। সর্বাধিক টেস্ট সেঞ্চুরির তালিকায় কোহলি ম্যাথু হেডেন এবং শিবনারায়ণ চন্দ্রপলকে ছুঁলেন। পেরিয়ে গেলেন ডন ব্র্যাডম্যানকে। 

যশস্বী জয়সওয়াল তাঁর আগে ১৬২ করে গিয়েছিলেন। টেস্ট ফরম্যাটে তাঁর চারটে শতরান-ই ১৫০ প্লাসের। প্ৰথম ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি।  বিশ্ব ক্রিকেটে এই নজির আর মাত্র একজনের রয়েছে, তিনি গ্রেম স্মিথ। ওপেনিং জুটিতেই যশস্বী-কেএল রাহুল রেকর্ড করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ওপেনিং জুটিতে ২০০ প্লাস স্কোর করলেন দুজনে।

Test cricket Cricket News Team India Team-India Border-Gavaskar Trophy Virat Kohli Indian Cricket Team Australia Cricket Team
Advertisment