দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছেন। সদ্যজাত অবস্থায় এই রোগ ধরা পড়েছিল। এখন তা রয়েছে দ্বিতীয় পর্যায়ে। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
প্রবল দুঃসংবাদের খবর প্ৰথমবার সামনে এনে চ্যানেল সেভেন-এ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে গ্রিন জানিয়েছেন, "আমি জন্মানোর পরেই বাবা-মাকে বলা হয়জ আমার কিডনিতে সমস্যা রয়েছে। কোনও উপসর্গ-ই ছিল না। তবে আল্ট্রা সাউন্ডে এই বিষয়টি ধরা পড়ে।"
"দীর্ঘস্থায়ী এই রোগে আদতে কিডনি ক্রমাগত এই অঙ্গের কার্যকারিতা হারিয়ে ফেলে। দুর্ভাগ্যবশত, অন্যদের মত আমার কিডনি রক্ত পরিশোধন করতে পারে না। আপাতত আমার কিডনি ৬০ শতাংশ কার্যকরী। কিডনির রোগের পাঁচটি ধাপ রয়েছে। এর মধ্যে এক নম্বর ধাপ প্রায় বিপন্মুক্ত। পঞ্চম ধাপে কিডনি পুরোপুরি বিকল। সেক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন অথবা ডায়ালিসিস করতে হয়। সৌভাগ্যবশত, আমার কিডনি স্টেজ-২'এ রয়েছে। কিডনির পরিচর্যা না করলে দ্রুতই তা বিকল হতে থাকবে।"
ক্যামেরন গ্রিন-এর মা বি ট্রেসি জানিয়েছেন, প্ৰথমবার এমন শুনে রীতিমতো শকড হয়ে পড়েছিলেন। জানিয়েছেন, "১৯ সপ্তাহের (অন্তঃস্বত্ত্বা অবস্থায়) স্ক্যান করা হচ্ছিল। সেখানেই ধরা পড়ে ওঁর ব্ল্যাডারের প্রাচীর কিছুটা পুরু। চিকিৎসকরা জানান, মূত্রনালীর ভালবে ব্লকেজ রয়েছে। এর ফলে মূত্র পুনরায় কিডনিতে ফিরে যায়। এবং এতে কিডনি পুরোপুরি গড়ে উঠবে না। এটা আমার কাছে বড়সড় ধাক্কা ছিল।"
এই রোগ অবশ্য গ্রিনের ক্রিকেট কেরিয়ারে কোনও প্ৰভাব ফেলেনি এখনও পর্যন্ত। তবে তিনি জানিয়েছেন, ২০২২-এ কেয়ার্নসে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড-এর এক ওয়ানডে ম্যাচের কথা। সেই ম্যাচে গ্রিনকে দীর্ঘ সময় ব্যাটিং এবং বোলিং করতে হয়েছিল। সেই সময় প্রায়-ই ক্র্যাম্পের শিকার হচ্ছিলেন তিনি। সেই সময় জলশূন্যতা যাতে না হয়, সেই জন্য পর্যাপ্ত জলপান করছিলেন। তা সত্ত্বেও ক্র্যাম্প হয়ে চলেছিল। গ্রিন পরে উপলব্ধি করেন, সম্ভবত কিডনির কারণেই ক্র্যাম্প হচ্ছিল তাঁর। নিজের শারীরিক পরিস্থিতি খুল্লামখুল্লা জানিয়ে, গ্রিন বলেছেন, "যদি এই বিষয় একজনকেও সচেতন করতে পারে, সেটাই অনেক।"
গ্রিন পারথে পাকিস্তানের বিপক্ষে প্রথম একাদশে জায়গা পাননি। টসে জিতে ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্ৰথম ওভারেই ওয়ার্নার-খোয়াজা জুটি শাহিন আফ্রিদিকে ছাতু করে ১৪ তুলে বড় রানের রিংটোন সেট করে দেন। সর্বশেষ আপডেট অনুযায়ী, অস্ট্রেলিয়া ২৮১/৩। খোয়াজা (৪১), লাবুশনে (১৬), স্মিথ (৩১) আউট হয়ে গেলেও ওয়ার্নার সেঞ্চুরি করে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় বিতর্কের জবাব দিয়েছেন। হেডকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন তিনি।