Advertisment

David Warner Retirement: ওয়ার্নার হল 'শয়তান', মা এটাই বলেন! কিংবদন্তির অবসর টেস্টে 'বোমা' পার্টনার খোয়াজার

Australia vs Pakistan, David Warner Farewell Test: দুজনের একসঙ্গেই বেড়ে ওঠা। পিঠোপিঠি। বাড়ির উঠানে ক্রিকেট দুজনের ক্রিকেট খেলা থেকে স্থানীয় ক্লাবে সুযোগ পাওয়া- তারপর জাতীয় দলের হয়ে দুজনের ঐতিহাসিক পার্টনারশিপ বহু দুর্লঘ্য কৃতিত্বের সাক্ষী থেকেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
David Warner | Warner farewell test | David Warner retirement | Australia vs Pakistan | Usman Khawaja

David Warner Farewell Test: আর টেস্টে দেখা যাবে না ওয়ার্নারকে (টুইটার)

Australia vs Pakistan: তাঁদের পার্টনারশিপে অবশেষে ছেদ পড়ল। ব্যাগি গ্রিন টুপিতে দুজনকে আর দেখা যাবে না সাদা জার্সিতে ওপেন করতে। মাঠ তো বটেই মাঠের বাইরেও কয়েক দশকের সেই বন্ধুত্বের একটা বৃত্ত সমাপ্ত হল শনিবার, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টে (Pakistan vs Australia)। যেদিন অস্ট্রেলিয়া ক্লিন সুইপ করল পাকিস্তানকে সিডনিতে। চতুর্থ দিনে ম্যাচের যবনিকাপাত হতেই ধীর লয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার (David Warner retirement)। তাঁর টেস্ট কেরিয়ারে এটাই ছিল শেষ ম্যাচ।

Advertisment

দুজনের একসঙ্গেই বেড়ে ওঠা। পিঠোপিঠি। বাড়ির উঠানে ক্রিকেট দুজনের ক্রিকেট খেলা থেকে স্থানীয় ক্লাবে সুযোগ পাওয়া- তারপর জাতীয় দলের হয়ে দুজনের ঐতিহাসিক পার্টনারশিপ বহু দুর্লঘ্য কৃতিত্বের সাক্ষী থেকেছে। সিডনিতে সেই মাহেন্দ্রক্ষণ এনে হাজির করতেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন উসমান খোয়াজা (Usman Khawaja)।

আরও পড়ুন- ধোনিকে ১৫ কোটি টাকার ধোঁকা বাঙালি ব্যবসায়ীর সংস্থার! আদালতে ছুটতে হল মহাতারকাকে

ফক্স ক্রিকেটকে খোয়াজা বন্ধুর বিদায়বেলায় বলে দিলেন, "ওই যে ও আমার মাকে আলিঙ্গন করছে। আমার সঙ্গে যতদিন ওঁর পরিচয়, ততদিন ও মাকেও চেনে। আমার মা ওঁকে ভালোবাসেন। ওঁকে শয়তান, দৈত্য বলে। আমি, ওঁর ছেলে নয়, ওয়ার্নারই আসল শয়তান, এই বিষয় মা পছন্দ করেন। এতে ওয়ার্নারকে লোরেন, হাওয়ার্ড-এর (ওয়ার্নার-এর বাবা-মা) কাছে পাঠিয়ে দিতে পারেন।"

ছেলে উসমানকে যতটা ভালোবাসেন, মা হয়ত তাঁর থেকেও বেশি ভালোবাসেন ওয়ার্নারকে। সিডনিতে খেলা থাকলেই গ্যালারিতে হাজির হয়ে যেতেন খোয়াজার মা। পুত্রের পাশাপাশি তাঁর বাল্যকালের বন্ধুর জন্যও চলত চিয়ার আপ করা। দীর্ঘদিন সেটাই করে এসেছেন খোয়াজার মা। শনিবারের পরেও সিডনিতে টেস্ট হবে। ছেলের জন্য হয়ত হাজির থাকবেন মাঠে। তবে 'অন্য পুত্র' ওয়ার্নারের জন্য চিয়ার করার ট্র্যাডিশনেও ছেদ পড়ে গেল।

অবসর টেস্টেও ওয়ার্নার রাঙিয়ে দিলেন। শেষ টেস্ট ইনিংসে তাঁর নামের পাশে রইল হাফসেঞ্চুরি। ওয়ার্নারের অবসরের পর খোয়াজার নতুন ওপেনিং পার্টনার কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। অনেকেই স্মিথকে ওপেনিংয়ে ওয়ার্নারের বদলি হিসাবে চাইছেন। খোয়াজা জানাচ্ছেন, "কেউ কারোর মত হতে পারে না। ক্রিজে শুরুতে নেমেই ৭০ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করা মোটেই সহজ নয়। টেস্ট ক্রিকেট খুব কঠিন ঠাঁই। ওখানে নিজের মত করে জায়গা বানিয়ে নিতে হয়।"

David Warner Cricket Australia Australia Cricket News Australia Cricket Team
Advertisment