Advertisment

AUS vs WI: ৪১ বলেই ওয়ানডে জয়! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ধুঁয়াধার অস্ট্রেলিয়া, চূর্ণ রেকর্ডের পর রেকর্ড

Australia completes clean sweep against West Indies : ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়া জিতল মাত্র ৭ ওভারের মধ্যে। ৪১ বলেই ওয়ানডে জিতে ইতিহাস গড়ে ফেলল ক্যাঙারুরা। প্ৰথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৮৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই রান অজিরা চেজ করল ৬.৫ ওভারে। ৪৩ বলে এল জয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Australia, West Indies, aus vs wi odi

aus vs wi: দুর্দান্ত জয় পেল অস্ট্রেলিয়া (টুইটার)

ওয়েস্ট ইন্ডিজ: ৮৬/১০ (২৪.১ ওভার)

অস্ট্রেলিয়া: ৮৭/২ (৬.৫ ওভার)

Advertisment

Australia vs West Indies One Day Series 2024: গাব্বায় টেস্টে স্মরণীয় জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্টের সেই পারফরম্যান্স ওয়ানডেতে নিয়ে আসতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ০-৩ ব্যবধানে পরাজিত হল ক্যারিবিয়ানরা। প্ৰথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল অজিরা। শেষ ম্যাচে উইন্ডিজরা (Windies) সান্ত্বনার জন্য ছিনিয়ে নিতে পারে কিনা, লক্ষ্য ছিল। তবে শেষ একদিনের ম্যাচের ফলাফল হল আরও ভয়াবহ।

ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়া জিতল মাত্র ৭ ওভারের মধ্যে। ৪১ বলেই ওয়ানডে জিতে ইতিহাস গড়ে ফেলল ক্যাঙারুরা। প্ৰথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৮৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই রান অজিরা চেজ করল ৬.৫ ওভারে। হাতে ৮ উইকেট নিয়ে।

চলতি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটিয়েছেন জেভিয়ের বার্টলেট এবং জেক ফ্রেজার ম্যাকগার্ক। এই দুই তরুণ তুর্কি গোটা সিরিজ জুড়েই ঝলকানি দেখিয়ে দিয়েছেন। শেষ ম্যাচেও ব্যাটে-বলে নায়ক বার্টলেট এবং ম্যাকগার্ক। প্ৰথমে ব্যাট করতে নেমে উইন্ডিজের বার্টলেটের পেস সামলাতে পারেনি। ২৫ বছরের স্পিডস্টার একাই ৪ উইকেট নিয়ে যান। ল্যান্স মরিস এবং আডাম জাম্পা দুজনেই দুটো করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮৬ রানে বেঁধে রাখেন।

আরও পড়ুন: অন্যায় হল! রোহিতের বউয়ের এক বার্তায় ধ্বংস মুম্বই, হার্দিক-আগুন জ্বলল আবার-ও

ক্যারিবীয় ওপেনার এলিক আথানেজ সর্বোচ্চ ৩২ করেন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রস্টন চেজের ১২। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র তিনজন। চারজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলিংকে তুলোধোনা করে যান অজি ওপেনার ম্যাকগার্ক। জেক ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৪১ করে যান পাঁচটা বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি সমেত। অন্য ওপেনার জস ইংলিশও ১৬ বলে ৩৫ করেন বিধ্বংসী মেজাজে। হাঁকান চারটে বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। দুই ওপেনার ওপেনিং জুটিতেই ৪.৩ ওভারে ৬৭ তুলে দেন। এরপরে ২ উইকেট পড়লেও স্টিভ স্মিথ এবং জশ ইংলিশ ম্যাচে সহজ জয় নিশ্চিত করেন।

West Indies Australia Cricket News Cricket Australia Australia Cricket Team
Advertisment