সৌরভ গাঙ্গুলির রেফারেন্স ব্যবহার করে বক্সিং ডে টেস্ট নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্টিভ ওয়াহ সম্পর্কে একটি চালু গল্প আছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলে এই গল্পটা ঘুরে-ফিরে আসে। বলা হয়, সৌরভ ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট শুরুর আগে ইচ্ছাকৃতভাবে ওয়াহকে অপেক্ষা করতে বাধ্য করেছিলেন। এই অপেক্ষা করানোর খেলা গাঙ্গুলি তিন ম্যাচের সিরিজ জুড়েই চালিয়ে যান।
সৌরভ অবশ্য পরে ব্যাপারটা খোলসা করতে গিয়ে জানান যে, প্রথম টেস্ট-এ টস করতে দেরি হওয়ার কারণ, তিনি তাঁর ব্লেজারটা নিতে ভুলে গিয়েছিলেন। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক পরে স্বীকার করে নেন যে, পরবর্তী দুটি টেস্ট-এ তিনি একই কাজ করেছিলেন। আর, সেটা কৌশলগত কারণেই। লক্ষ্য ছিল, অস্ট্রেলিয়ার অধিনায়ককে বিরক্ত করা। শেষ পর্যন্ত ওই সিরিজ ভারত জিতে যায়।
এমনিতে ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ানরা সবসময়ই তুমুল লড়াইয়ের জন্য তৈরি থাকে। তাদের কাছে ব্যান্টার, স্লেজিং আর বিতণ্ডা ক্রিকেটীয় কৌশলের মতই গুরুত্বপূর্ণ। আসলে, এটা তাঁদের কৌশলেরই একটি অংশ। যখনই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ম্যাচে নামেন, সেই সময় নিজেদের আরও তরতাজা রাখতে তারা এই সব রণকৌশল ব্যবহার করেন। অস্ট্রেলিয়ানদের এই কৌশলেরই পালটা দিয়েছিলেন সৌরভ। সম্ভবত সেই কারণেই তাঁকে ভারতের অন্যতম সেরা অধিনায়ক বলে মনে করেন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ক্রিকেটাররা।
একথা যে শুধু বলার জন্য বলা নয়, অস্ট্রেলিয়ানরা যে সত্যিই গাঙ্গুলিকে বড় মাপের অধিনায়ক ভাবেন, ফের তা প্রমাণ করে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার কেরি ও'কিফ। তিনি সৌরভের রেফারেন্স টেনেই পাকিস্তানকে কটাক্ষ করেছেন। বক্সিং ডে টেস্ট-এর আগে অস্ট্রেলিয়ান দল ও তাঁদের পরিবারের সদস্যদের বড়দিনের উপহার দিয়েছে পাকিস্তান। পাক দলের এই আচরণেই নাখুশ কেরি। তিনি পাকিস্তান দলকে মনে করিয়ে দিয়েছেন যে, এই ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়াকে হারানো যায় না।
এক ভিডিওতে ও'কিফ বলেছেন, 'ক্রিসমাসের উপহার! সৌরভ গঙ্গোপাধ্যায় কি স্টিভ ওয়াহর জন্য বড়দিনের উপহার আনতেন?' কিফের একথা বলার কারণ, পিসিবি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শন মাসুদকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বড়দিনের উপহার তুলে দিতে দেখা গিয়েছে। আর, পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরকে বড়দিনের উপহার হিসেবে চকলেট দিয়েছেন।
আরও পড়ুুন- পন্থের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নেওয়া ‘IPL স্টার’ গ্রেফতার! তাজ হোটেলের তদন্তে জালে মাস্টার মাইন্ড
১৯৭১-৭৭ সালের মধ্যে ২৪ টেস্ট এবং ২টি ওয়ানডে খেলেছেন ও'কিফ। তিনি বলেছেন, 'আপনাদের অজিদের বিরুদ্ধে জমজমাট ক্রিকেট খেলতে হবে। ওভাবে উপহার দিয়ে জেতা যায় না।' এই ব্যাপারে কিফের সঙ্গে একমত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। বুধবার মেলবোর্ন ক্রিকেট মাঠে দ্বিতীয় টেস্ট-এ অস্ট্রেলিয়াকে চালকের আসনে রেখেছিলেন প্যাট কামিন্স ও নাথান লিয়ন। এই ম্যাচে মহম্মদ রিজওয়ান ২৯ রানে আউট হন। আবদুল্লাহ শফিক আউট হন ৬২ রানে। বাবর আজম এক রান করে আউট হন। আঘা সলমন আউট হন পাঁচ রানে। এঁরা কামিন্সের শিকার। লিয়ন ১০ রানে তুলে নেন ইমাম-উল-হককে। ব্যক্তিগত ৫৪ রানে লিয়নের বলেই আউট হন শন মাসুদ। জোশ হ্যাজেলউড, সৌদ শাকিলকে নয় রানে বোল্ড করেন। আর, এতেই পাকিস্তানের ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায়।