Advertisment

বিরাটদের বিরুদ্ধে পেইনের দলে সাত বছরের লেগ স্পিনার

বয়স মাত্র সাত, নাম আর্চি স্কিলার। বক্সিং-ডে টেস্টে ভারতের বিরুদ্ধে দলে জায়গা করে নিয়েছে এই অজি লেগ স্পিনার। আর্চি স্বপ্ন দেখে বড় হয়ে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন হওয়ার। তার ইচ্ছা বিরাট কোহলির উইকেট নেওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Archie Schiller

বিরাটদের বিরুদ্ধে পেইনের দলে সাত বছরের লেগ স্পিনার (ছবি-টুইটার/বিসিসিআই)

বয়স মাত্র সাত, নাম আর্চি স্কিলার। বক্সিং-ডে টেস্টে ভারতের বিরুদ্ধে দলে জায়গা করে নিয়েছে এই অজি লেগ স্পিনার। আর্চি স্বপ্ন দেখে বড় হয়ে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন হওয়ার। তার ইচ্ছা বিরাট কোহলির উইকেট নেওয়ার। বড়দিনের আগে আর্চির স্বপ্নপূরণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্নে অস্ট্রেলিয়া দলের ১৫ নম্বর সদস্য হিসেবেই থাকছে সে। রবিবার বুপা ফ্যামিলি-ডে উদযাপন করা হল মেলবোর্নের ইয়ারা পার্কে। এই অনুষ্ঠানেই আর্চিকে দলে নেওয়ার কথা জানান অজি ক্যাপ্টেন টিম পেইন। শুধু তাই নয় তিনি এমসিজি টেস্টে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন পেইনের সঙ্গে। আর্চি অজি দলের সঙ্গেও প্র্যাকটিস করেছে।

Advertisment

আর্চিকে অস্ট্রেলিয়া দলে নেওয়ার আর্জি রেখেছিল সেদেশের মেক-আ-উইশ ফাউন্ডেশন। মাত্র তিন মাস বয়সেই আর্চির হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দেয়। এই ছোট বয়সেই একাধিক অস্ত্রোপচার হয়েছে তার। এই খুদের শরীরের যা অবস্থা, তাতে করে তার পক্ষে আর পাঁচটা বাচ্চার মতো নিয়মিত স্কুলে যাওয়া বা খেলা হয় না। কিন্তু আর্চি সুযোগ পেলেই ক্রিকেট খেলে। আর্চির কথা শুনে তার স্বপ্নপূরণে এগিয়ে আসে মেক-আ-উইশ ফাউন্ডেশন। চলতি মাসের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার আর্চিকে ফোন করে দলে নেওয়ার কথা জানান। ল্যাঙ্গার বললেন, “অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়েই গিয়েছে আর্চি। হাসপাতালের বিছানাতেই তাঁর অনেকটা সময় কেটে গিয়েছে। ওর মুখে হাসি ফোটানোর জন্য এই প্রয়াস আমাদের। ন্যূনতম এইটুকু করতে পারি আমরা।”

আরও পড়ুন: টেস্টকে বাঁচিয়ে রাখতে পার্থের মতোই পিচ চাইছেন শচীন

India Virat Kohli Cricket Australia
Advertisment