/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Australia-announce-playing-XI-for-3rd-ODI.jpg)
নেট ঝলসালেন ধোনি, অজি দলে জোড়া বদল (ছবি-টুইটার)
আগামিকাল মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজের শেষ ম্যাচ। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। সিডনিতে প্রথম ম্যাচ খোয়ানোর পর অ্যাডিলেডে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। মেলবোর্নে ফয়সলা ম্যাচে নামছে দুই দল। বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চরা জিততে মরিয়া এই ম্যাচে। যে দলই জিতবে সিরিজ তাদের।
Australia make two changes for #AUSvIND series decider in Melbourne, reports @martinsmith9994: https://t.co/BnaauqUyVSpic.twitter.com/NnOdMQJSKA
— cricket.com.au (@cricketcomau) January 17, 2019
ডু-অর-ডাই ম্যাচে অস্ট্রেলিয়া দলে দু’টি বদল ঘটল। বৃহস্পতিবার প্রথম একাদশ ঘোষণা করে দিল ক্যাঙারুরা। পিঠের যন্ত্রণায় খেলা হচ্ছে না জেসন বেহেরেনডর্ফের। তাঁর পরিবর্তে এলেন বিলি স্ট্যানলেক। অন্যদিকে শেষ দু’টি ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের পর বাদ পড়লেন ন্যাথান লিঁয়। তিনি এই সিরিজে একটিও উইকেট পাননি। উল্টে অ্যাডিলেডে ৫৯ রান ও মেলবোর্নে ৫০ রান খরচ করেছেন। লিঁয়র পরিবর্তে খেলবেন অ্যাডাম জাম্পা। টিম ইন্ডিয়া এখনও মেলবোর্ন ম্যাচের দল ঘোষণা করেনি। মনে করা হচ্ছে খালিল আহমেদ ফের তাঁর জায়গা ফিরে পেতে পারেন। কারণ গত ম্যাচে তাঁর পরিবর্তে খেলা মহম্মদ সিরাজ দেশের জার্সিতে অভিষেক করে ৭৬ রান হজম করেছিলেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের
.@msdhoni looking in great touch here at the nets session ahead of the 3rd and final ODI against Australia.
What's your prediction for the game? #AUSvINDpic.twitter.com/WLbZP78Lii
— BCCI (@BCCI) January 17, 2019
It's time for the series decider tomorrow here at the 'G.
Will #TeamIndia clinch the series? #AUSvINDpic.twitter.com/dLx7fg2qUp
— BCCI (@BCCI) January 17, 2019
অন্যদিকে বিসিসিআই টিম ইন্ডিয়ার নেট প্র্যাকটিসের ছবি আর ভিডিও পোস্ট করেছে। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে একেবারে মারমুখী মেজাজে। অ্যাডিলেডে তাঁর হাত থেকে এসেছিল ৫৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস। দীর্ঘদিন পর তাঁকে ফিনিশারের ভূমিকায় দেখতে পেয়ে মুগ্ধ হয়েছিল বাইশ গজ। ধোনির থেকে ফের দুরন্ত পারফরম্যান্সের আশায় তাঁর ফ্যানেরা।