Advertisment

Australia Squad for 1st Test: ভারতের বিরুদ্ধে সিরিজে চমক-স্কোয়াড ঘোষণা! ওয়ার্নারের উত্তরসূরি হিসাবে অনামি তারকা অস্ট্রেলিয়ার দলে

Border Gavaskar Trophy: নভেম্বরে ২২ তারিখে প্ৰথম টেস্টে নামছে ভারত-অস্ট্রেলিয়া। পারথের বাউন্সি ট্র্যাকের চ্যালেঞ্জ সামলাতে হবে টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia Squad

Australia Squad for 1st Test: ভারতের বিরুদ্ধে হেভিওয়েট স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া (আইসিসি এবং টুইটার)

Nathan McSweeney named in Australia Squad for 1st Test against India in Border Gavaskar Trophy: ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন। তাঁর জায়গায় এবার নাথান ম্যাকসোয়েনিকে আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে উসমান খোয়াজার ওপেনিং পার্টনার হিসাবে দেখা যাবে। হেভিওয়েট সিরিজে অজিদের ফাঁকা স্থান ভরাট করার দাবিদার ছিলেন একাধিক তারকা। মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফ্ট, স্যাম কোন্টাসের মত তারকারাও ছিলেন লড়াইয়ে।

Advertisment

তবে অজি নির্বাচকরা আস্থা রাখলেন ম্যাকসোয়েনির ওপরেই। ২৫ বছরের তারকা নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়া এ দলকে ভারত এ দলের বিরুদ্ধে ২-০ সিরিজ জিততে সাহায্য করেছেন ২৪ ঘন্টা আগে। বেসরকারি সিরিজের প্ৰথম টেস্টে ম্যাকসোয়েনি দুই ইনিংসে করেন ৩৯ এবং ৮৮। দ্বিতীয় ম্যাচে আবার ব্যাটিং অর্ডারে প্রমোশন ঘটিয়ে প্ৰথম শ্রেণির ক্রিকেটে প্ৰথমবারের মত ওপেন করতে দেখা যায়।

ঘরোয়া ক্রিকেটেও ম্যাকসোয়েনি অনবদ্য ফর্মে ছিলেন। কুইন্সল্যান্ডের তারকা দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে ৮৫.৬ গড়ে ব্যাট করেছেন শেষ পাঁচ ম্যাচে। অজি নির্বাচক জর্জ বেইলি বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে সফল হওয়ার পর ওঁর মধ্যে সেই বৈশিষ্ট্যই রয়েছে যা টেস্ট ক্রিকেটারের মধ্যে আমরা চাইছি। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এ দলের হয়ে ওঁর পারফরম্যান্স ওঁর হয়ে কথা বলেছে। টেস্ট ক্রিকেটের সুযোগ নেওয়ার জন্য ও একেবারে তৈরি।"

অস্ট্রেলিয়ান নির্বাচকরা চমক দিয়ে বর্ডার গাভাসকার ট্রফির প্ৰথম টেস্টের স্কোয়াডে রেখেছেন ইংল্যান্ডে জন্মানো তারকা জস ইংলিশকেও। রবিবারই যিনি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দিতে নেমেছেন। বেইলি বলেছেন, "শেফিল্ড শিল্ডে ইংলিশ চমৎকার ফর্মে ছিল। প্ৰথম টেস্টের স্কোয়াডে থাকার দাবিদার ও।"

মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের সঙ্গে স্কোয়াডে চতুর্থ সিমার হিসাবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে। বেইলি বলেছেন, "স্কট টেস্ট স্কোয়াডের বরাবর একজন শীর্ষ পর্যায়ের তারকা। দলের গুরুত্বপূর্ণ সদস্য ও। ভারসাম্যযুক্ত স্কোয়াড গড়া হয়েছে। এক উত্তেজক সিরিজের জন্য যা যা প্রয়োজন তার সমস্ত অপশন প্যাটের (কামিন্সের) হাতে রয়েছে।"

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসোয়েনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Australia Cricket Team
Advertisment