ICC World Test Championship 2023-25 Points Table: মেলবোর্ন টেস্ট জেতায় আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় উঠেই গেল অস্ট্রেলিয়া। আর, এই ম্যাচ হারায় পিসিটি কমে গেল টিম ইন্ডিয়ার। যার ফলে, ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল।
সোমবার ভারত মেলবোর্ন ক্রিকেট মাঠে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজিত হয়েছে। চলতি সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ৫ম টেস্ট হবে শুক্রবার, ৩ জানুয়ারি থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। তার আগে, সোমবারের পরাজয়ের ফলে ভারতের পিসিটি ৫৫.৮৯ থেকে কমে হয়েছে ৫২.৭৭।
এই নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত ৭টি টেস্ট হারল। আর, অস্ট্রেলিয়া তাদের ১০ম জয় ছিনিয়ে নিল। যার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৮.৮৯ থেকে বেড়ে হল ৬১.৪৫। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জিতে পরের বছরে লর্ডসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অস্ট্রেলিয়া ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিডনি টেস্ট ড্র করলে বা জিতলে কোনও অঙ্কেই ভারত আর আগামী বছরের ডব্লিউটিসি ফাইনালে যেতে পারবে না।
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান। দ্বিতীয় ইনিংসে করেছে ২৩৪। ভারত প্রথম ইনিংসে করেছে ৩৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৫৫। এই টেস্ট হারায় চলতি বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজ ২-১ ব্যবধানে পিছিয়ে গেল ভারত। পার্থে প্রথম টেস্ট জিতেছিল বুমরার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
এডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে রোহিতের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিল। ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্ট বৃষ্টির জন্য ড্র হয়েছে। ওই টেস্টেও যদিও অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল। সোমবার জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা ছিল ৩৪০ রান। কিন্তু, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ ছাড়া ভারতের কোনও ব্যাটারই অস্ট্রেলীয়দের বোলিংয়ের মুখে দাঁড়াতে পারেননি। যশস্বী ২০৮ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেছেন। আর ঋষভ পন্থ ১০৪ বলে ২টি চার-সহ করেছেন ৩০ রান।