ঠিক যেন প্রথম ম্যাচের রিপিট টেলিকাস্ট। টসে জিতে ব্যাট করতে নামা। তারপর ভারতীয় বোলারদের কচুকাটা করে চারশো-র কাছাকাছি তোলা। আইপিএলে ব্যর্থ তারকাদের জ্বলে ওঠা। সিডনিতে মরণ বাঁচন ম্যাচে খেলতে নেমে ফের জঘন্য পারফরম্যান্স মেলে ধরল কোহলির টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ৩৯০ রানের পাহাড় প্রমাণ টার্গেট রাখল অস্ট্রেলিয়া।
আগের ম্যাচের মতোই সিডনিতে অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতেই ব্যাকফুটে ঠেলে দেয় ভারতকে। প্রথম উইকেটে ফিঞ্চ-ওয়ার্নার জুটি ১৪২ করে যান। অজি অধিনায়ক ফিঞ্চ ৬০ বলে ৬৬ করেন। ওয়ার্নার আবার ৭৭ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। আর তিনে নামা স্মিথ যেন শুরু করলেন আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে। এদিনও ৬৪ বলে ১০৪ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। হাঁকান ১৪টি বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি। এই নিয়ে সিরিজের দুটো ম্যাচেই সেঞ্চুরি করলেন তারকা ব্যাটসম্যান। মাঝে লাবুশানে ৬১ বলে ৭০ রানে যোগ করে যান।
আরো পড়ুন: বিয়ের প্রতিশ্রুতিতে দশ বছর টানা ধর্ষণ, বাবরের মুখোশ খুললেন পাক তরুণী
গত ম্যাচের চিত্রনাট্য মেনেই স্লগ ওভারে ঝড় তুললেন ম্যাক্সওয়েল। সাইক্লোন বইয়ে ম্যাড ম্যাক্সের ব্যাট থেকে এদিন বেরোল ২৯ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। স্ট্রাইক রেট ২১৭.২৪।
আগের ম্যাচে তবু ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন শামি। এদিন ভারতের কোনো বোলারই ফণা তুলতে পারেননি। সাত জন বোলারকে ব্যবহার করেছেন কোহলি। বাধ্য হয়ে মায়াঙ্ক আগারওয়াল, হার্দিককেও বোলিংয়ে ডাকতে হয়েছে কোহলিকে। তবে কিছুতেই কাজ হয়নি। সবথেকে 'কৃপণতম' বোলিং চাহালের। ৯ ওভারে দিয়েছেন 'মাত্র' ৭১ রান। এতেই স্পষ্ট ভারতীয় বোলিংয়ের হাল। বুমরা, শামি ওভার পিছু খরচ করেছেন ৮ রান। সাইনি আবার ৭ ওভারেই বিলিয়েছেন ৭০ রান। তাঁকে পুরো কোটা ব্যবহারের সাহস পাননি কোহলি।
ম্যাচের প্রথমার্ধ অবিকল হলেও, দ্বিতীয়ার্ধে কোহলি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে সিরিজ বাঁচাতে পারেন কিনা, এখন সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন