/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ipl-australia.jpg)
Australia T20 World Cup Squad 2024: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া
Aussies T20 World Cup 2024 Squad: টি২০ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। আর সেই স্কোয়াড থেকেই বাইরে রাখা হল আইপিএল কাঁপিয়ে দেওয়া সুপারস্টার জেক ফ্রেশার ম্যাকগার্ক। বিগ ব্যাশ লিগে ধুঁয়াধার পারফরম্যান্স করার পর দিল্লি ক্যাপিটালস লুঙ্গি এনজিদির পরিবর্ত হিসাবে সই করায় জেক ফ্রেশার ম্যাকগার্ককে। তারপরে বাকিটা ইতিহাস। ঋষভ পন্থের দলের হয়ে নিয়মিত বিস্ফোরক ইনিংস খেলা অভ্যেস করে ফেলেছেন অজি তরুণ।
Australia T20 World Cup Player List 2024: আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় দুবার নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তবে এসব কিছুই যথেষ্ট হল না জাতীয় দলের হয়ে বিশ্বকাপের জন্য। ম্যাকগার্ক ছাড়াও স্টিভ স্মিথকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপগামী দল থেকে। এছাড়াও জায়গা পাননি অভিজ্ঞ পেসার জেসন বেহরনডর্ফ এবং অলরাউন্ডার ম্যাথু শর্ট।
অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, স্মিথকে বাইরে রাখার সিদ্ধান্ত কঠিন ছিল, "আমাদের লম্বা আলোচনায় জেসন বেহরনডর্ফ, স্টিভ স্মিথ, ম্যাট শর্ট, এরন হার্ডি, স্পেন্সার জনসন, জেভিয়ের বার্লেটদের নিয়ে কথা হয়েছে। এমনকি জেক ফ্রেশার ম্যাকগার্ক সহ অন্যান্যরাও আলোচনার বিষয়বস্তু হয়েছে। ম্যাকগার্ক এখনও আন্তর্জাতিক টি২০ খেলেনি। তবে ও আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে।"
We weren’t sure how to announce this year’s @T20WorldCup squad, so we asked a few of our friends to do it for us…#T20WorldCuppic.twitter.com/6rQZEe2LBQ
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
"পারিপার্শ্বিক অবস্থা এবং একাধিক অপশন বিবেচনা করলে ১৫ জনের স্কোয়াড গড়া ভীষণই কঠিন। তবে যাঁরা প্রাথমিক স্কোয়াডের বাইরে তাঁরা আমাদের পর্যবেক্ষণে থাকবে। আমাদের যদি স্কোয়াডে বদল আনতে হয়, তাহলে আইসিসির নিয়ম মেনে যা করার করব আমরা।"
বেশ কিছু অবাক করার মতও সিদ্ধান্ত নিয়েছেন অজি নির্বাচকরা। বাঁ হাতি স্পিনার আস্টন আগারকে ডেকে নেওয়া হয়েছে। যিনি শেষ টি২০ ক্রিকেট খেলেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২-এ অনুষ্ঠিত বিশ্বকাপে।
তবে একাধিক অলরাউন্ডারকে জায়গা দেওয়া হয়েছে স্কোয়াডে- গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড রয়েছেন ১৫ জনের স্কোয়াডে। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। যাঁকে পূর্ণ সময়ের জন্য টি২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নেতা বাছা হয়েছে। গত এগারো মাস ধরেই মার্শ অস্থায়ীভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করছিলেন। অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ তাঁর মেজর এসাইনমেন্ট।
অস্ট্রেলিয়ার টি২০ স্কোয়াড:
মিচেল মার্শ, আস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, আডাম জাম্পা